জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো স্ত্রীকে শুধুমাত্র মা বললে যিহার হবে না।বরং মা বা বোনের কোনো এমন অঙ্গের সাথে স্ত্রীকে তাশবিহ বা উপমা দিতে হবে,যেই অংগ দেখা জায়েজ নেই।
হ্যা এটা অবশ্যই ঠিক যে স্ত্রীকে মা,মেয়ে,বোন ইত্যাদি বলে ডাকা মাকরুহ।
হাদিসে রাসূল (সা.) এমনটি করতে নিষেধ করেছেন।
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ، أَنَّ رَجُلًا قَالَ لِامْرَأَتِهِ: يَا أُخَيَّةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُخْتُكَ هِيَ؟، فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُ
‘আবু তামীমাহ আল হুজাইমী (রা.) সূত্রে বর্ণিত। এক ব্যক্তি তার স্ত্রীকে বললো, হে আমার বোন? রাসূল (সা.) বললেন, সে কি তোমার বোন? তিনি তার এরূপ সম্বোধনকে অপছন্দ করলেন এবং এরূপ করতে নিষেধ করলেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২২১০]
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যিহার হবেনা।
তাই আপনার উপর কাফফারা আবশ্যক হবেনা।
আপনাকে কাফফারা আদায় করতে হবেনা।
তবে ভবিষ্যতে আর এভাবে স্ত্রীকে ডাকবেননা।