আসসালামু আলাইকুম হুজুর,
অনেক দিন ধরে পারিবারিক অশান্তির কারনে, আমি আমার স্ত্রী কে তালাকের নোটিস পাঠাই। উল্লেখ্য এই সময় আমার স্ত্রী তার বাবার বাড়িতে ছিল।
তার পরিবার নোটিস গ্রহন করে নাই।
ইউনিয়ন পরিষদ এর সালিশ নোটিস ও গ্রহন করে নি এবং সালিশ বয়ঠকে ও আসে নি।
ইউনিয়ন পরিষদ এর পর পর তিন সালিশ নোটিস মেয়ে পক্ষ গ্রহন করে নি এবং সালিস বৈঠকে তাদের কেউ উপস্থিত হয় নি।
তিন মাস পর ইউনিয়ন পরিষদ রায় দেন তালাক কার্যকর এর। সেই রায়ের উপর কাজী সাহেব তালাক রেজিস্ট্রেশন করার সময় তিন জন সাক্ষি এর উপস্থিতিতে আমাকে বলতে বলেন ."আমি আমার স্ত্রী (নাম) কে এক - দুই - তিন - বাইন তালাক দিলাম"। আমি ও বলি।
আমার পরিবার/আমি স্ত্রী পক্ষকে জানাই এবং তালাক এর কপি ও হোয়াটস এপ এ পাঠাই। এবং এক কপি রেজিস্ট্রার করে পাঠিইয়ে দেন কাজী সাহেব। অই রেজিস্ট্রার কপি ও তারা ফেরত পাঠায়।
আজ প্রায় দেড় মাস পর, আমার প্রাক্তন স্ত্রী তার সব ভুল স্বীকার করে, আমার অবাধ্য হবে না, বেয়াদবি করবে না, ভালো হয়ে চলবে, আমি যেন সব ঠিক করে নেই। এখন ও নাকি তার ইদ্দত কালিন সময় চলতেসে (তালাক রেজিস্ট্রেশন এর তারিখ ০৯/০৫/২০২২)। তার পরিবার থেকে ও একজন গার্ডিয়ান আলাপ করে বলে ২ ছেলে র কথা চিন্তা করে যেন পুনরায় মিলে যাই (প্রায় আড়াই বছর ধরে ছেলে ২ টাকে আমার কাছে দিচ্ছে ও না, মা সহ আনতে হবে)।
উল্লেখ্য আমার ২ ছেলে আছে ( ৬ বছর ও সাড়ে ৪ বছর) তাদের মায়ে কাছে রেখে দিয়েছে, আমরা আলাপ আলোচনা করতেছি নিয়ে আসার জন্য।
আমার প্রশ্নঃ
১। এমতাবস্থায় কি স্ত্রী কে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যাবে? ইসলামি শরিয়ত মোতাবেক যদি ডিটেইলস বলতেন? কোন কাজ টা করলে আমার জন্য সঠিক হবে দয়া করে আপনারা বলে দেন ইসলামি শরিয়ত অনুয়ায়ী।
২। তালাক কবে থেকে কার্যকর হবে, আমি প্রথম নোটিস পাঠানোর তারিখ থেকে তিন মাস, নাকি তালাক রেজিস্ট্রেশন এর তারিখ (তালাক রেজিস্ট্রেশন এর তারিখ ০৯/০৫/২০২২) থেকে তিন মাস।
৩।একেবারে তিন তালাক - বায়েন তালাক দিলে কি তিন মাস পর তালাক কার্যকর হয়। নাকি তৎক্ষনাত কার্যকর হয়ে যায়।
৪। ডিভোর্স হয়ে যাওয়ার পর ছেলে বাচ্চা মায়ের কাছে কয়দিন রাখতে পারবে? ইসলামি শরিয়ত মোতাবেক যদি বলতেন? বা ছেলেদের কে বাবার কাছে নিয়ে আসার জন্য ইসলামি শরিয়াহ কি বলে।
৫। উল্লেখ্য, আমার প্রাক্তন স্ত্রী, গত প্রায় আড়াই বছর ধরে, তার বাবার বাসায় আছে এবং আমাদের কোন শারিরীক সম্পর্ক হয় নাই। সে কারনে আমি মাসিক এর তারিখ ও জানা সম্ভব হয় নাই, তালাক দেয়ার সময়। এ বেপারে কাজী সাহেব বা আমার গার্ডিয়ান কেউ কিছু বলেন ও নাই, কিন্তু আমার মনে এখন প্রশ্ন জাগছে। এখানে ইসলামিক শরিয়ত এর কোন খেলাপ হয়েছে কিনা, দয়া করে বলবেন। যদি গুনাহ হয়ে থাকে তাহলে কি করনীয় দয়া করে বলবেন।
দয়া করে ইসলামি শরিয়ত অনুযায়ী সমাধান দিবেন।