আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আমার আম্মু অসুস্থ। একটা অপারেশন করানোর জন্য ভারত নিয়ে যাওয়া লাগবে। আব্বু নিয়ে যাবেন কিন্তু আম্মুর যেহেতু মাজায় অপারেশন ত রান্না বান্না করার জন্য বা আম্মু কে দেখা শোনা করার জন্য একজন লোক লাগবে তাই আমাকে ও যেতে হবে। এখন পাসপোর্ট আর ভিসা করার জন্য চেহারা আর কান খুলে ছবি তুলতে হয়েছে মাথার কাপড় ফেলিনি শুধু চেহারা আর কান বের করে দিয়েছি আবার এতে কানের পাশের অর্থাৎ কলির চুল গুলো দেখা যায় আবার শুনছি ইমিগ্রেশন এ ও চেক করে চেহারা।
আমার প্রশ্ন হচ্ছে আম্মুর সাহায্য করার জন্য যাচ্ছি বলে আমি পাসপোর্ট,ভিসার জন্য যে চেহারা,কান খুলে ছবি তুললাম এটা জায়েজ কিনা!!? এটা করা আমার উচিত হইছে কিনা!!? বা এতে কি আমার গোনাহ হইছে কিনা!!?
আবার ইমিগ্রেশন এ ও ত চেক করবে!! তখন চেহারা খোলা জায়েজ হবে কিনা!?