বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
আল্লাহ তা'আলা বলেন,
وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ
আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝ না।(সূরা বাকারা-১৫৪)
তাফসীরে মা'রিফুল কুরআনে মুফতি শফী রাহ বলেন,শহীদগণের লাশ মাঠি ভক্ষণ করে না।তবে কোনো জায়গায় মাঠিতে বিশেষ কিছু পদার্থের আধিক্য থাকলে সেখানে দাফনকৃত শহীদের লাশকে মাঠি ভক্ষণ করে ফেলতে পারে।তবে সাধারণ নিয়ম হল,যারা অাল্লাহর রাস্তায় শহীদ হবেন,তাদের লাশ অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে।
হযরত আদি ইবনে হাজর। উনি সাহাবি কি না?এ সম্পর্কে মুহাদ্দিসগণের মধ্যে মতবেদ রয়েছে।যাকে হযরত মু'আবিয়া রাযি আমলে হত্যা করা হয়েছিলো।উনার লাশ গত কিছু দিন পূর্বে সিরিয়ায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে।যেহেতু উনাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিলো,তাই উনি শহীদ।আর শহীদের লাশকে মাঠি ভক্ষণ করে না।শহীদ ব্যতিত আল্লাহ যাকে ইচ্ছা তার লাশকে অক্ষত রাখবেন।নবীদের মধ্য থেকে এবং সাহাবীদের মধ্য থেকে।
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শহীদের লাশ যদি খবর খুরে অক্ষত পাওয়া যায় তাহলে সেটা কুরআনের সত্যতার প্রমাণ।সেটা বিশ্বাসযোগ্য।তবে এভাবে লাশ খুরে বের করা ও সেটাকে প্রদর্শন করা কখনো উচিৎ না কাম্য না।এবং এমন কোনো ভিডিও ভাইরাল হলে সেই ভিডিও নিজের কাছে রাখা বা কাউকে দেখানো উচিৎ হবে না।কেননা এতে শহীদের মর্যাদা ক্ষুন্ন হবে।