আসালামু আলাইকুম,
কেনায়া তালাক ব্যপারে জানার পর আমি শুয়ে শুয়ে চিন্তা করতে থাকি যে আমি কি এমন কিছু বলেছি কিনা।তখন মনে মনে বলি যে আমি তো আর বলি নাই কখনো যাও তুমি চলে যাও।'যাও তুমি চলে যাও' টা বলার সময় মুখ নড়ে উঠে।আমার মনে হচ্ছে আওয়াজ হয়েছে।ফিস ফিস আওয়াজ হয়েছে।কিন্তু ক্লিয়ার না। পাশে আমার স্ত্রী ছিল সে এক/দের হাত দুরে ছিল,ফোন ব্যবহার করছিল।সে কিছু শুনে নাই।আমার তালাকের কোন নিয়ত ছিল না। আমি আগে বলেছি কিনা সেটা মিলানোর জন্য এই শব্দ ব্যবহার করি।এমন নিয়তে এমন কথা বললে কি তালাক হবে?
আর একটি প্রশ্ন ,
কোন হুজুর কে যদি তালাকের বিষয় ব্যাখার সময় কেও যদি বলে *আমি আমিতো আর বলি নাই যেআমার স্ত্রি আমার উপর হারা*' এই বলার কারনে কি তালাক হবে?