আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার চোখের পাওয়ার এর জন্য চশমা ব্যবহার করতে হয় কিন্তু চশমা ব্যবহার এ আমি কমফোর্ট করতে পারি না। সেখেত্রে পাওয়ার লেন্স এ কমফোর্ট হয়। আবার চশমা/লেন্স ছারা আমার দেখতে তো সমস্যা হয়ই পাশাপাশি কিছু সময় পরই মাথা ব্যাথা শুরু হয় ফলে আমি আমার কাজ গুলাই ঠিক ভাবে করতে পারি না। আমি পড়াশুনা করি আমার বাইরে যাওয়া লাগে।
আমি জানি কালার লেন্স পরা জায়েয না। কিন্তু দেখা যায় বেশির ভাগই ট্রান্সপারেন্ট লেন্স পাওয়া যায় না এখানে। সেখেত্রে যদি একদম হাল্কা কালার এর লেন্স ব্যবহার করি যা দুর থেকে বুঝা যায়না বা তেমন একটা অন্যের চোখে পরে না। এটা কি ঠিক হবে?
আমি এ বিষয় রিলেটেড একটা উত্তর দেখেছি কিন্তু মনের সন্দিহান দুর করার জন্য নিজের অবস্থা বর্ণনা করে প্রশ্নটি করা।