আসসালামু আলাইকুম
আমার বোন HSC পরীক্ষা দিবে ২ মাস পর।। এখন তার পড়াশুনার অনেক চাপ। সে হাতমুজা,পা মুজা সহ পরিপূর্ণ পর্দা করে চলে আলহামদুলিল্লাহ।। কিন্তু পড়ার অতিরিক্ত চাপের কারনে,,গরমের কারনে তার লো-প্রেসার + মাথা ঘুরে পড়ে যাওয়া,, মাথা ব্যাথা করা সহ অনেক সমস্যায় পড়তে হচ্ছে।। কিছুদিন আগে রাস্তায় মাথা ঘুরে পরে গিয়েছিল।। তাকে প্রাইভেট পড়তে প্রতিদিন বাইরে নিয়ে যেতে হয়।। ডাক্তার বলেছে শুধু বোরখা + নরমাল মুখ খুলা থাকা হিজাব পরতে,, আর সাথে মাস্ক পরতে।।। পরিপূর্ণ পর্দার জন্য যেসব হিজাব,,নিকাব পরে ওগুলা আপাতত ২ মাস না পরতে বলেছে,,ভারী পর্দা করতে মানা করেছে আরকি।। এখন তার কি করা উচিত??? ভারী পর্দা ছেড়ে আপাতত নরমাল পর্দা করা কি জায়েজ হবে??
জাজাকাল্লাহু খইরন।