আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
216 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (31 points)
edited by
⭐রামাদান বিদায়কালীন দোয়া⭐

ইয়া আল্লাহ, এই বরকতময় রমজান মাস এখন শেষ হতে চলেছে, দয়া করে আমাকে আপনার দ্বীনের পথে থাকতে সাহায্য করুন। আমাকে দ্বীনের জ্ঞান দান করুন।

ইয়া আল্লাহ, আপনি অসীম দয়ালু, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমাকে দান করুন, যা সর্বোত্তম।
ইয়া আল্লাহ, আমাকে ইহকালে এবং পরকালে সফল হতে সাহায্য করুন।
ইয়া আল্লাহ, আমি যদি অকৃতজ্ঞ, অন্যায়, অসৎ আচরন করে থাকি, আমাকে ক্ষমা করুন।
ইয়া আল্লাহ, আমি জানি না আমি আগামী রমজানে বেঁচে থাকব কিনা,আমার উপর সহায় হোন,আমার গুনাহ মাফ করুন। আমাকে জান্নাতে স্থান দিন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।
ইয়া আল্লাহ, আমাকে এমন লোকদের অন্তর্ভুক্ত করুন যাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউস I

ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন আমি যেন আপনার দ্বীনকে চারদিকে ছড়িয়ে দিতে পারি I

ইয়া আল্লাহ, দয়া করে আমাকে গীবতকারীদের অন্তর্ভুক্ত করবেন না I

ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন যদি আমি অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে থাকি।
ইয়া আল্লাহ আমাকে এবং সেই ব্যক্তিকে ক্ষমা করুন যে আমার কাছে এটি পাঠিয়েছে। আমাদের সফলতা দান করুন। নিশ্চয় আপনি মহান,ক্ষমতাবান, ক্ষমাশীল, পরম দয়ালু।

আমীন

ইয়া রাহমানূর রাহীম

©

1 Answer

0 votes
by (62,670 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/42398/?show=42398#q42398 নং ফাতাওয়াতে আমরা বলেছি যে,

তালাক এটি খুবই মারাত্মক  একটি শব্দ। নিকৃষ্ট হালাল বলা হয়েছে হাদীসে। 

 

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ " .

কাসীর  ইবন  উবায়দ .......... ইবন  উমার  (রাঃ)  নবী  করীম  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  হতে  বর্ণনা  করেছেন যেআল্লাহ্  তা‘আলার  নিকট  নিকৃষ্টতম  হালাল বস্তু  হল  তালাক। (আবূ দাউদ ২১৭৮, ইরওয়া ২০৪০, যইফ আবু দাউদ ৩৭৩-৩৭৪, আর-রাদ্দু আলাল বালীক ১১৩।) 

 

এ শব্দটি নিয়ত থাকুক বা না থাকুক রাগে বলুক আর ভালবেসে বলুক স্ত্রীকে উদ্দেশ্য নিয়ে মুখ দিয়ে এ শব্দ বের হলেই তালাক পতিত হয়ে যায়। 

হাদীসে এসেছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়। তা হল, তালাক, বিবাহ এবং তালাকে রেজয়ীপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪}

 

হেদায়া ২/৩৮৭) গ্রন্থে আছেঃ 

: (387/2، ط: رحمانیہ)

فالصریح قوله انت طالق ومطلقۃ وطلقتک فهذا يقع الطلاق الرجعي ولا یفتقر الى النيۃ ولا يقع به الا واحدۃ وان نوی اكثر من ذلك۔

সারমর্মঃ 

স্পষ্ট বাক্যে তালাক দিলে এক তালাকে রজয়ী পতিত হয়।

এক্ষেত্রে নিয়তের দিকে মুহতাজ হতে হবেনা।

এক্ষেত্রে একের বেশির নিয়ত করলেও এক তালাকই পতিত হবে।

 

আরো জানুনঃ 

https://ifatwa.info/26032/

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

  

১. প্রশ্নে উল্লেখিত সুরতে তার স্ত্রীর উপর এক তালাকে রজয়ী পতিত হয়েছে। 

২. সে তার ইদ্দত চালাকালিন সময়ের মধ্যেই তাকে মৌখিক ভাবে 'ফিরিয়ে নিলাম' বললেই ফিরিয়ে নেওয়া হয়ে যাবে।

অথবা তার সাথে স্বামী সুলভ আচরণ করলেও ফিরিয়ে নেয়া হবে। 

আর ইদ্দতকাল অতিবাহিত হওয়ার পর ফিরিয়ে নিতে চাইলে পুনরায় বিবাহ পড়িয়ে নিতে হবে।     

৩. না, কথাটি সঠিক নয়।

৪. প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি স্বামী তালাক প্রত্যাহার করে আর স্ত্রী সংসার করতে না চাই তাহলে স্ত্রী গোনাহগার হবে। এমনকি স্বামী পুনরায় তাকে তালাক (তিন তালাক বা বায়েন তালাক) না দিলে অন্যত্রে স্ত্রী বিয়েও করতে পারবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...