মুফতি ওলি উল্লাহ হুজুরকে প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। আমি অপেক্ষা করে আছি কিছুদিন থেকে আপনার থেকে কিছু বিষয় জানার জন্য। আমি প্রচন্ড ওয়াসওয়াসায় ভোগছি অনেকদিন থেকে। আমি ঠিক মত ঘুমাতে পারিনা। আমার স্বামী আমাকে কিছু কথা বলেছিক সেগুলোঈ আমার অশান্তির কারন। সে আমাকে কিছু কথার মাধ্যমে তা++ এর অধিকার দিয়েছে। এখন আমি প্রতি সেকেন্ডে টেনশনে থাকি কখন কি বলে ফেলি। আমাকে সাহায্য করুন। আমি জানতে চাই নিচের ঘটনা গুলোর কারণে আমি কয় তা++ এর অধিকার পাব??
১। কাবিন নামার ১৮ নং কলামে হ্যাঁ লিখা থাকলে,, এবং ওইসব শর্ত না পাওয়া গেলে যদি স্ত্রী ভুল করে বা ওয়াসওয়াসার জন্য মুখে তা++ গ্রহণ এর মত কিছু বলে ফেলে তাহলেও কি তাদের তা++ হয়ে যায়? নাকি শর্ত পাওয়া যেতে হবে??
২।কোন মহিলার স্বামী যদি তাকে বলে যে,"" তা*** তুমি দিলেও হবে আমি দিলেও হবে, তুমি পেপার সিগ্নেচার করে পাঠিয়ে দিও। আমিও সিগ্নেচার করে দিব নে।"" এইভাবে বলার ফলে ওই স্ত্রী কয় তা** দেওয়ার অধিকার পাবে?? যদি স্বামীর মনে কোন সংখ্যা না থেকে থাকে।
সে বলেছে তার মন থেকে অধিকার দেওয়ার ইচ্ছা ছিল না বা কোন সংখ্যা ছিল না। স্ত্রী পরবর্তীতে জিজ্ঞেস করে তুমি ওইদিন কয় তা++ এর অধিকার দিয়েছিলে? সে বলে ১ তা++ এর ও অধিকার দেইনি। আমি রাগ করে বলেছিলাম।
৩ । ১ম প্রশ্নের ঘটনার পর আরেকদিন স্বামী বলে, " অধিকার তো দিয়েই দিয়েছি, ভালো না লাগলে চলে যেও। এইখানে সে বলে থাকতে পারে সে মন থেকে বা সত্যি সত্যি অধিকার দিয়েছে।" এইখানে সে তা** শব্দটি উচ্চারণ করেনি,,তাহলে এই কথার মাধ্যমে স্ত্রী আবার তা++ এর অধিকার পাবে??স্বামীর মনে কোন সংখ্যা ছিল না। আর সে বর্তমানে বলছে তার অধিকার দেওয়ার ইচ্ছা ও ছিল না মন থেকে। তাহলে এইভাবে কথা বলার কারনে স্ত্রী কি আবার তালা* এর অধিকার পাবে??
৪। উপরের ২ টি ঘটনা ২ দিন ঘটেছে। স্বামী যদি ১ম দিনের ঘটনা মনে না করে ২য় দিন বলে থাকে যে অধিকার তো দিয়েই দিয়েছি। ভালো না লাগলে চলে যেও। এইভাবে বললে কি স্ত্রী ২য় দিনেও আবার অধিকার পাবে? নাকি টোটাল ১ তা** এর মালিক থাকবে স্ত্রী?
৫। মহিলার কাবিন নামার ১৮ নং কলামেও হ্যাঁ লিখা থাকলে, এবং পরবর্তীতে স্বামী এইভাবে মৌখিক অধিকার দিলে মহিলা টোটাল কয় তা++ এর মালিক হবে??
৬। উপরের ২ নাম্বার প্রশ্ন এর ঘটনার দিন মহিলা বলেছিল """ আমি যদি এত খারাপই হই আমাকে তা*** দিয়ে দেও। তার পর তার স্বামী সেই কথায় খুবই কষ্ট পায় আর বলে ছিঃ এই কথাটা বলতে পারলা তুমি??
কিছুক্ষন পর সে অভিমানে বলে, তা++ এর কথা বললা না?? তালা+ তো তুমি দিলেও হবে,, আমি দিলেও হবে,,, তাহলে তুমিই দিয়ে দিও। পেপার সিগ্নেচার করে পাঠিয়ে দিও আমিও সিগ্নেচার করে দিব নে। """
এইভাবে বলার ফলে কি সেই অধিকার শুধুমাত্র ওই মজলিসে সীমাবদ্ধ থাকবে? নাকি আজীবনের জন্য মহিলা অধিকার পেয়ে যাবে??
৭. হুজুর অপরাধ নিবেন না। আপনি এরকম বিষয়ে প্রশ্ন করায় আমাকে বলেছিলেন মহিলা ১ তা++ এর মালিক হবে টোটাল। কিন্তু মুফতি ইমদাদুল হক হুজুর বললেন সে নাকি ৩ তা++ এর মালিক হবে। এই কথা জানার পর থেকে মহিলা প্রতি সেকেন্ড অশান্তিতে থাকে,, সে ভাবে সে বার বার কিছু বলে কখন জানি তার সংসার চিরতরে হা*ম করে দেয়। নিচে ওই প্রশ্নের লিংক টা দেওয়া হলো৷
https://ifatwa.info/45503/
৮। হুজুর আজকে আপনি আমায় সাহায্য করুন। মহিলা যদি সঠিক জিনিস টা জানতে পারে যে তার শুধু ১ তা++ এর অধিকার আছে তাহলে বার বার ওয়াসওয়াসা আসলেও সে ভয় পাবে না। সে এই পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করতে পারবে।