জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
পেশাবের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা কাম্য।
কেননা হাদীস শরীফে এসেছেঃ
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ، فَقَالَ: ” إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا: فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنَ البَوْلِ – قَالَ وَكِيعٌ: مِنْ بَوْلِهِ – وَأَمَّا الْآخَرُ: فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ “.
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল সাঃ দু’টি কবরের পাশ দিয়ে অতিক্রম হচ্ছিলেন। বললেন, এ দু’টি কবরে আযাব হচ্ছে। কোন বড় কারণে আজাব হচ্ছে না। একজনের কবরে আজাব হচ্ছে সে পেশাব থেকে ভাল করে ইস্তিঞ্জা করতো না। আরেকজন চোগোলখুরী করতো। {মুসনাদে আহমাদ, হাদীস নং-১৯৮০, বুখারী, হাদীস নং-১৩৬১}
,
সুতরাং পেশাবের ক্ষেত্রে সর্বদায় সতর্ক থাকতে হবে।
,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে
ফ্লোরে যেখানে বাচ্চার পায়ের ছাপ পড়েছিলো,পানি প্রবাহিত করার দ্বারা সেই স্থানের পেশাবও দূর হয়ে যাওয়ার কথা।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ফ্লোরে পানি প্রবাহিত করার সময় যদি বাচ্চার পায়ের ছাপের উপরে ভালোভাবে পানি প্রবাহিত হয়ে যায়,আপনার যদি প্রবল ধারনা হয় যে পেশাব চলে গিয়েছে,তাহলে উক্ত স্থান পাক হয়ে যাবে।
(০২)
এই কাদা/মাটি সরিয়ে শুধু পানি ঢাললেই পাক হবে।