আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
205 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আল্লাহর কোন প্রিয় বান্দার সন্তুষ্টি হাসিল করাকে কেউ যদি নাজাতের উসিলা মনে করে তার ক্ষেত্রে শরীয়াতের বিধান কি- যদিও সন্তুষ্টি হাসিল করার জন্য কৃত কাজটি ঈলমে দ্বীনের প্রসারের জন্য কোন দ্বীনি দায়িত্ব আঞ্জাম দেয়া?

1 Answer

0 votes
by (597,330 points)
জবাবঃ- 
আল্লাহর প্রিয় বান্দা কে বা কারা তা ওহীর জ্ঞান  ব্যতীত অন্য কোনোভাবেই নির্দিষ্ট করা সম্ভব নয়।
যিনি কোরআন এবং হাদীসকে পুরোপুরিভাবে মেনে চলবেন শুধুমাত্র তার শরীয়ত সম্মত আদেশকেই মেনে চলা যাবে।
এবং শরীয়ত সম্মত তার আদেশাদিকে পালন করে তার সন্তুষ্টি আশা করা যাবে।
এতে তো কোনো শরয়ী বিধি-নিষেধ নেই।
তবে এক্ষেত্রে তার সন্তুষ্টি অর্জনই কেবল নাজাতের উসিলা হবে!
বিষয়টা আসলে এমন নয়।
যদিও তিনি ইলমে দ্বীনের প্রচার-প্রশারের কথাটুকুই বলে থাকেননা কেন?
বরং সর্বক্ষেত্রে ইলমে দ্বীনের প্রচার-প্রশার বা সবরকম ভাল কাজ-ই তার নাজাতের উসিলা হবে।
উনি শরীয়ত সম্মত যা কিছুই বলেন না কেন?সর্বক্ষেত্রে ঐ সমস্ত জিনিসই তার নাজাতের উসিলা হবে।কোনো মানুষের সন্তুষ্টি অর্জন নাজাতের উসিলা তো হবেই না।এমনকি অন্য কিছুও কখনো হবে না।
যেমন গুহায় বন্ধী হয়ে যাওয়া তিন ব্যক্তির এক ব্যক্তি চাচাতো বোনের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আল্লাহর হুকুম মানা সম্পর্কে দু'আ করেনি বরং সে ঐ খারাপ কাজ থেকে পরিত্রাণ ও ভাল কাজের দুহাই দিয়ে দু'আ করেছিল।এবং অপর ব্যক্তিদ্বয়ওনিজ কৃতকাজের দুহাই-ই দিয়েছিলো। যার ফলশ্রুতিতে তারাও নাজাত পেয়েছিল।
ইমাম মুসলিম রাহ উক্ত হাদীসের শিরোনাম উল্লেখপূর্বক বলেন,
ﺑﺎﺏ ﻗﺼﺔ ﺃﺻﺤﺎﺏ ﺍﻟﻐﺎﺭ ﺍﻟﺜﻼﺛﺔ ﻭﺍﻟﺘﻮﺳﻞ ﺑﺼﺎﻟﺢ ﺍﻷﻋﻤﺎﻝ
গুহার তিন সাথীবৃন্দ ও ভাল কাজের ওসিলা গ্রহণ সম্পর্কিত অধ্যায়।
তিনি তথায় ২৭৪৩নং হাদীসে উল্লেখ করেন,
ﻓﻘﺎﻝ ﺑﻌﻀﻬﻢ ﻟﺒﻌﺾ ﺍﻧﻈﺮﻭﺍ ﺃﻋﻤﺎﻻ ﻋﻤﻠﺘﻤﻮﻫﺎ ﺻﺎﻟﺤﺔ ﻟﻠﻪ ﻓﺎﺩﻋﻮﺍ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﺑﻬﺎ ﻟﻌﻞ ﺍﻟﻠﻪ ﻳﻔﺮﺟﻬﺎ ﻋﻨﻜﻢ
তরজমাঃ
অতঃপর তারা পরস্পর বলাবলি করিতে আরম্ব করিল,
দেখোতো! জীবনে কেউ কোনো ভাল কাজ করেছো কি?
করলে, তার ওসিলা গ্রহণ করে আল্লাহর কাছে দু'আ করো, সম্ভবত আল্লাহ তা'আলা সেই বিপদকে তোমাদের কাছ থেকে সরিয়ে নিবেন।

ইমাম নববী উক্ত হাদীসের ব্যখ্যা করতে যেয়ে বলেন,
) ﺍﺳﺘﺪﻝ ﺃﺻﺤﺎﺑﻨﺎ ﺑﻬﺬﺍ ﻋﻠﻰ [ ﺹ : 215 ] ﺃﻧﻪ ﻳﺴﺘﺤﺐ ﻟﻺﻧﺴﺎﻥ ﺃﻥ ﻳﺪﻋﻮ ﻓﻲ ﺣﺎﻝ ﻛﺮﺑﻪ ، ﻭﻓﻲ ﺩﻋﺎﺀ ﺍﻻﺳﺘﺴﻘﺎﺀ ﻭﻏﻴﺮﻩ ﺑﺼﺎﻟﺢ ﻋﻤﻠﻪ ، ﻭﻳﺘﻮﺳﻞ ﺇﻟﻰ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﺑﻪ ; ﻷﻥ ﻫﺆﻻﺀ ﻓﻌﻠﻮﻩ ﻓﺎﺳﺘﺠﻴﺐ ﻟﻬﻢ 
ভাবার্থঃ
এই হাদীস দ্বারা আমাদের উলামায়ে কেরামগণ দলীল পেশ করে থাকেন,মানুষের জন্য বিভিন্ন বিপদাপদে নেক কাজের ওসুলা গ্রহণ করে দুআ করা মুস্তাহাব।
যা কবুল হওয়ার আশাব্যঞ্জক।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...