আমি ও আমার স্বামী যুক্তরাজ্যে থাকি।আমার স্বামী গতবছর ভার্সিটিতে ভর্তি হয়েছে,এখানে টিউশন ফি অনেক বেশি যা এখানে কাজ করে পরিশোধ করা প্রায় অসম্ভব এবং জীবনযাত্রার খরচও অনেক বেশি তাই সরকার ওর টিউশন ফি এবং ওর কাজের বেতনের উপর নির্ভর করে মেইনটেনেন্স কস্ট দেয় প্রতি সেমিস্টারে ওর পড়াশুনা ও অন্যান্য খরচের জন্য। ও প্রায় ১০-১২ বছর ধরে কাজ করে ,ট্যাক্স পে করেছে,এখানকার সিটিজনশিপ পেয়েছে আর এজন্য ওর জন্য লোনের এই সুবিধা আছে।ওর ৪ বছরের কোর্স। আমরা ভর্তির আগে জানতাম না যে এটা সুদসহ ফেরত দিতে হবে,আমরা শুধু জানতাম একটা নির্দিষ্ট পরিমান টাকা ইনকাম করলে খুবই সামান্য কিছু টাকা মান্থলি ফেরত দিতে হবে যা শোধ হতে কত বছর লাগবে তার হিসাব নেই এবং তার ইনকাম কম হলে দিতে হবে না । ভালো কোন জব করতে চাইলে পড়াশুনা জরুরি আর আমার হাসবেন্ডও পড়াশুনা করতে চায় যার জন্য টিউশন ফি নিতে হবে।এখন এটা কি জায়েজ হচ্ছে?