জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো, মুখ থেকে আওয়াজ বের না হওয়ার ছুরতে কোনো তালাক পতিত হবেনা।
হাদীস শরীফে এসেছেঃ
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا هِشَامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفٰى عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي مَا حَدَّثَتْ بِه„ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ
قَالَ قَتَادَةُ إِذَا طَلَّقَ فِي نَفْسِه„ فَلَيْسَ بِشَيْءٍ.
আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেনঃ আল্লাহ আমার উম্মতের হৃদয়ে যে খেয়াল জাগ্রত হয় তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না সে তা কার্যে পরিণত করে বা মুখে উচ্চারণ করে।
ক্বাতাদাহ (রহ.) বলেনঃ মনে মনে তালাক দিলে তাতে কিছুইতালাক হবে না। [বুখারী শরীফ ৫২৬৯.২৫২৮] আধুনিক প্রকাশনী- ৪৮৮৩, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৭৮)
ফাতাওয়ায়ে শামীতে আছেঃ-
قال في الدر فلو طلق أو استثنی ولم یسمع نفسہ لم یصح في الأصح (درمختار شامی: ۱/۳۹۵)
সারমর্মঃ
কেহ যদি তালাক দেয়,বা ইস্তেছনা করে,নিজে নিজে যদি তাহা শুনতে না পারে,তাহলে উক্ত তালাক সহীহ হবেনা।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
এতে তালাক পতিত হবেনা।
(০২)
না,এতে তালাক হবেনা।
(০৩)
এতে তালাক হবেনা।
(০৪)
জিহবা নাড়িয়ে উচ্চারণ করে বলতে হবে,যাতে হালকা হলেও নিজ কানে আসে।
(ফ্যান বা কানে আওয়াজ আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকলে দেখতে হবে যে যেই ভাবে উচ্চারণ করা হয়েছিলো,ফ্যান ইত্যাদি না থাকলে কি এটি কান পর্যন্ত আসতো?)
(০৫)
না,এতে তালাক হবেনা।