জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মূলত জুয়া বলা হয়, যা লাভ ও লোকশানের মাঝে ঝুলন্ত থাকে, এমন অর্থের খেলার নাম জুয়া।
كُلُّ شَيْءٍ مِنَ الْقِمَارِ فَهُوَ مِنَ الْمَيْسِرِ حَتَّى لَعِبِ الصِّبْيَانِ بِالْجَوْزِ.
প্রত্যেক বাজি মাইছির তথা জুয়ার অন্তর্ভূক্ত এমনকি শিশুদের হারজিতের খেলাও জুয়ার অন্তর্ভূক্ত। [তাফসীরে ইবনে কাসীর-২/১১৬, সূরা মায়িদা, আয়াত নং-৯০-৯৩]
,
শরীয়তের বিধান মতে জুয়া স্পষ্ট আকারে হারাম।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا [٢:٢١٩]
তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এতদুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। আর মানুষের জন্যে উপকারিতাও রয়েছে,তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। [সূরা বাকারা-২১৯]
আরো জানুনঃ
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু সময় বেধে দেওয়া হয় যে এতটুকু সময়ের মধ্যে যতটুকু খেতে পারবে,ততটুকু সে খেয়ে বাকি আইটেম গুলি সে আর পাবেনা।
সুতরাং এখানে লাভ লোকসান উভয়টির সম্ভাবনা রয়েছে।
এখানে জুয়ার অর্থ পাওয়া যাচ্ছে।
বিধায় এটি জায়েজ নেই।
উক্ত টাকা অফেরতযোগ্য হলেও খাওয়া জায়েজ হবেনা।
আপনি বাকি টাকা আর দিবেননা।
আর শরীয়তের বিধান তাদেরকে বলে উক্ত ৫০০০ টাকার খাবার তাদের সন্তুষ্টি মতে বাসায় নিয়ে আসতে পারেন।