আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
3,835 views
in সালাত(Prayer) by (25 points)
edited by
আমরা জানি যে সালাতের দুই সিজদার মাঝে স্থির হয়ে বসা ওয়াজিব।  এবং হাদিসে এ সময়ে পড়ার দুটি দোয়াও পাওয়া যায়-
[اَللَّهُمَّ اغْفِرْلِيْ وَ ارْحَمْنِيْ وَ عَافِنِيْ وَ اجْبُرْنِيْ وَ ارْزُقْنِيْ]- এবং [رب اغفرلي  رب اغفرلي]

হানাফি আলিম শাইখ আব্দুর রহমান বিন ইউসুফ বলেছেন যে, এই দোয়া পাঠ করা ২ সেজদার মাঝের ওয়াজিব 'তুমানিনা' অর্জনে সহায়ক (https://islamqa.org/hanafi/qibla-hanafi/36200)
কিন্তু মাওলানা হেমায়েত উদ্দীন সাহেবের আহকামে জিন্দেগী গ্রন্থে বলা হয়েছে যে, ইমাম দুই সিজদার মাঝখানে দোয়া পড়বেন না; সর্বোচ্চ اَللَّهُمَّ اغْفِرْلِيْ এত টুকু পড়তে পারবেন।  প্রশ্ন হল স্থিরতা অর্জনের জন্য দোয়াটি পড়া সহায়ক এবং এটা খুব স্পষ্ট যে, শুধু এতটুকু পড়ার দ্বারা স্থিরতা খুব ভালোভাবে অর্জিত হয় না । আর দারুল উলুম দেওবন্দের ফতোয়ায়  Rad al-Muhtar, Imdadul Fatawa, Vol. 1, p. 200 এর বরাতে বলা হয়েছে যে, ইমামের জন্য ফরজ নামাজ সংক্ষিপ্ত করতে বলা হয়েছে বিধায় এটিকে পড়তে নিষেধ করা হয়। ( https://islamqa.org/hanafi/darulifta-deoband/23811 ) কিন্তু  رب اغفرلي  رب اغفرلي  পুরোটা পড়লে কিংবা اَللَّهُمَّ اغْفِرْلِيْ وَ ارْحَمْنِيْ وَ عَافِنِيْ وَ اجْبُرْنِيْ وَ ارْزُقْنِيْ দোয়াটি সবটুকু পড়লে খুব যে লম্বা হয়ে যাবে এমন না! বরং মাত্র কয়েক সেকেন্ড বেশি লাগবে। এতে নামায লম্বা হয়ে যাবার কথা নয়!
এবং আহকামে জিন্দেগীতেই বলা হয়েছে ইমামের জন্য রুকূ সেজদার তাসবীহ 3/5 বার পড়া উত্তম যেন মুক্তাদীগণ সাধারণত তিন বার পড়তে পারে। তাহলে ২ সেজদার মাঝের দোয়ার ক্ষেত্রে ভিন্ন কথার কারণ কী? বরং ২ সিজদার মাঝের ওয়াজিব বিরতি অর্জনে তা পড়াই উত্তম নয় কি?
উল্লেখ্য, মাসিক আল কাউসারে বলা হয়েছে , "সুনানে নাসায়ীতে দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে "রাবিবগফিরলী, রাবিবগফিরলী" দুআটি পড়ার কথা এসেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে তা পড়তেন।-সুনানে নাসায়ী ১/২৯। আবার কখনো তিনি এ দুআটিও পড়তেন- اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي -সুনানে আবু দাউদ, হাদীস : ৮৫০ ফযীলতপূর্ণ এ দুআগুলো ইমাম-মুকতাদী সবার জন্য নফল-ফরয সব নামাযেই পড়া উত্তম" ( https://www.alkawsar.com/bn/qa/answers/detail/1365/ )

1 Answer

+1 vote
by (566,340 points)
edited by
জবাব
بسم الله الرحمن الرحيم 


হাদিস শরীফে এসেছে যে, اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَعَافِنِى وَارْزُقْنِى এ দুআ দুই সেজদার মাঝে পড়বে।

এই দু’আটি দুই সিজদার মাঝে পড়া মুস্তাহাব। ফরজ বা ওয়াজিব কিংবা সুন্নাতে মুয়াক্কাদা নয়। তাই এটি ছেড়ে দিলে কোন গোনাহও হবেনা। বা নামাযে কোন খারাবীও আবশ্যক হবেনা। এই দুআটি একাকি নামায পড়ার সময়, কিংবা নফল নামায পড়ার সময়, তাহাজ্জুদ নামায পড়ার সময় পড়া উত্তম।

ইমামের জন্য এই দুআটি পড়া তখন জায়েজ হবে, যদি এতটুকু পরিমাণ দেরী করলে মুসল্লিদের মাঝে বিরক্তি না আসে তাহলে তার জন্য পড়া জায়েজ। অন্যথায় জায়েজ নয়।

হাদীস শরীফে এসেছেঃ  
سنن أبى داود – حدثنا محمد بن مسعود حدثنا زيد بن الحباب حدثنا كامل أبو العلاء حدثنى حبيب بن أبى ثابت عن سعيد بن جبير عن ابن عباس أن النبى -صلى الله عليه وسلم- كان يقول بين السجدتين « اللهم اغفر لى وارحمنى وعافنى واهدنى وارزقنى (سنن ابى داود، كتاب الصلاة، باب الدعاء بين السجدتين، رقم الحديث-850)

অনুবাদঃ রাসুলুল্লাহ সাঃ দুই সেজদার মাঝে  পড়তেনঃ
   « اللهم اغفر لى وارحمنى وعافنى واهدنى وارزقنى 

কিছু হাদীসে অন্য দোয়াও এসেছেঃ

: «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي». 

অর্থ : বাংলা অর্থ : হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। [আবূ দাউদ ১/২৩১, নং ৮৭৪; ইবন মাজাহ্ নং ৮৯৭। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ,
 ১/১৪৮।] 

 : «اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَاجْبُرْنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي، وَارْفَعْنِي». 
 অর্থ : “হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন”। 
[হাদীসটি নাসাঈ ব্যতীত সুনান গ্রন্থগারগণ সবাই সংকলন করেছেন। আবূ দাউদ, ১/২৩১, নং ৮৫০; তিরমিযী, নং ২৮৪, ২৮৫; ইবন মাজাহ, নং ৮৯৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৯০; সহীহ ইবন মাজাহ ১/১৪৮। ]

ফাতাওয়ায়ে শামীতে এসেছেঃ   
فى رد المحتار( ويجلس بين السجدتين مطمئنا ) لما مر ، ويضع يديه على فخذيه كالتشهد منية المصلي ( وليس بينهما ذكر مسنون ، وكذا ) ليس ( بعد رفعه من الركوع ) دعاء ، وكذا لا يأتي في ركوعه وسجوده بغير التسبيح ( على المذهب ) وما ورد محمول على النفل،
দুই সেজদার মাঝে ইতমিনানের সাথে বসবে,,,,যেই সমস্ত দোয়া হাদীস শরীফে এসেছে, তা নফলের ভিতর পড়বে।  

وفيه ايضا- ( قوله محمول على النفل ) أي تهجدا أو غيره خزائن .وكتب في هامشه : فيه رد على الزيلعي حيث خصه بالتهجد .ا هـ .ثم الحمل المذكور صرح به المشايخ في الوارد في الركوع والسجود ، وصرح به في الحلية في الوارد في القومة والجلسة وقال على أنه إن ثبت في المكتوبة فليكن في حالة الانفراد ، أو الجماعة والمأمومون محصورون لا يتثقلون بذلك(رد المحتار-كتاب الصلاة، باب صفة الصلاة، فروع قرأ بالفارسية أو التوراة أو الإنجيل-2/212-213)

যার সারমর্ম হলো যদি ফরজ নামাজ একাকি অবস্থায় পড়ে,তাহলে বর্ণিত এ দোয়া গুলো পড়তে কোনো সমস্যা নেই।
হ্যাঁ যদি জামাতে নামাজ পড়ায়,তাহলে  যদি এতটুকু পরিমাণ দেরী করলে মুসল্লিদের মাঝে বিরক্তি না আসে তাহলে তার জন্য পড়া জায়েজ। অন্যথায় জায়েজ নয়।
(ফাতাওয়ায়ে শামী ২/২১২) 


★★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে ইয়াম সাহেব ফরজ নামাজে পড়তে চাইলে, উপরে উল্লেখিত শর্তের ভিত্তিতে পড়তে পারবে।
আর যদি সে মুক্তাদী হয়,তাহলে এতটুকু পড়ার সময় পেলে পড়তে কোনো সমস্যায় নেই। 
« اللهم اغفر لى وارحمنى وعافنى واهدنى وارزقنى 
,


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...