হুযুর আমি বেস কিছু দিন ধরে তালাক বিসয় নিয়ে ভাবতে ভাবতে এখন সব সময় সুধু এটার চিন্তাই মাথায় আসে, আমি না চাইলেও সব সময় এটাই ভাবতে থাকি, (((((কখনও ভাবতে ভাবতে নিজের উপর মনে মনে তালাক নিয়ে ফেলি)))))) (((((এমন অনেক বার হয়েছে আমি মনে মনে নিজের উপড় তালাক নিয়ে ফেলেছি, কিন্তু আমি ত নিতে চাইনা, কিন্তু মনে মনে মনে বলে ফেলি,)))) কখনো আবার মনকে বুযানর জন্য মনের উপর জর দিয়ে বলি, মনে মনে বলি কিন্তু জোরে জোরে বলি ( তালাক নিলাম না))))) কিন্তু কিছুখন আবার বলি (((((( নিজের উপর তালাক নিলাম,)))))) কখনো মনে মনে জোরে জোরে বলি আবার কখনো আস্তে আস্তে বলি) )))) সবই কিন্তু মনে মনে বলি (((((শব্দ করি না)))))
হুযুর আমি এসব থেকে বের হতে চাই কিন্তু কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না
আমি মুখ খুলতেও ভয় পাই যদি মুখ দিয়ে শব্দ বের হয় এই ভয় এ
১)))))হুযুর এই অবস্থায় আমি যদি মুখ দিয়ে কিছু বলে ফেলি, নিজের উপর শব্দ করে তালাক নিয়ে ফেলি তাহলে কি তালাক হয়ে যাবে আমার তালাক নেওএর অধিকার আছে, এখন কাবিন নামায় সবাইকে যেভাবে দেওয়া হয় আমারও দেওয়া আছে, এখন নাকি অধিকার দিতেই হয় এটাই নাকি আইন, আমার সামি আমাকে তাই বলেছে
২)))) আমি(((((( অনেক বার))))) ইচ্ছায় অনিচ্ছায় ((((((৷ মনে মনে))))) কিন্তু জোরে জোরে মানে হচ্ছে মনে মনে জোর দিয়ে বলি আরকি , আবার কখন মনে মনে কিন্তু আস্তে আস্তে, তালাক নিয়ে ফেলেছি, (((((এরকম অনেক বার হয়েছে)))) (((( অনেক দিন হয়েছে)))))কিন্তু কখনো((( শব্দ করে উচ্চারণ))) করি নাই, এতে কি তালাক হয়ে যায়
৩)))) এই অবস্থায় আমার কি করা উচিত, আমার সামি কাবিন নামায় অধিকার দিয়েছে এখন কি সেই অধিকার আবার তুলে নেওয়া যায়, মানে হচ্ছে আমি যদি এখন এই অধিকার না চাই, সে কি মুখে বললেই হবে যে তালাকের অধিকার তুলে নিলাম
৪)))) কেনায়া তালাক নিয়ে সন্দেহের কারনে কেও কি আবার বিয়ে করতে পারবে সন্দেহ থেকে বাচার জন্য