জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
تَشْرِيف [شرف]
[তাশ্রীফ] অর্থঃ
সম্মান,সম্মাননা,সম্মান প্রদর্শন,সম্মান প্রদান,মর্যাদাদান।
,
আমাদের সমাজে বড় কাহারো আগমন ঘটলে আমরা বলি যে অমুকে আজ তাশরীফ আনবেন।
প্রশ্নে উল্লেখিত "বিভিন্ন মাহফিলে দেখা যায় যে, কোনো আলেম স্টেজে উঠার আগে ঘোষনা করা হয়:
"মাওলানা/মুফতি/আল্লামা অমুক আমাদের মাঝে তাশরীফ এনেছেন।"
,
যেকোনো ব্যক্তির সম্মানার্থে আমরা এই শব্দ ব্যবহার করতে পারি।
এতে কোনো নিষেধাজ্ঞা নেই।
,
আল্লাহ পাক সকল মানুষকে সবদিক থেকে এক-সমান করেননি। একেক মানুষকে একেক বৈশিষ্ট্য দান করেছেন। এই বৈশিষ্ট্যের কারণে কেউ বড়, কেউ ছোট।
সাধারণত বড় কোনো আলেমের ব্যপারে আমরা এই বাক্য ব্যবহার করে থাকি।
হযরত আবু হুরায়রা রা. রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করেছেন :
من لم يرحم صغيرنا ولم يعرف حق كبيرنا فليس منا
যে আমাদের ছোটকে দয়া করে না, আমাদের বড়র হক আদায় করে না সে আমাদের নয়। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৩; আল আদাবুল মুফরাদ, হাদীস ৩৫৩
আরেক হাদীসে আছে, হযরত আবু মুসা আশআরী রা. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন,
إن من إجلال الله عز وجل إكرام ذي الشيبة المسلم
‘আল্লাহ পাককে সম্মান করার একটি দাবী, বৃদ্ধ মুসলিমকে সম্মান করা।’ -সুনানে আবূ দাউদ, হাদীস ৪৮৪৩