আসসালামু আলাইকুম সন্মানিত মুফতীয়ানে কেরম,, প্রথমেই আন্তরিক ভাবে দুঃক্ষিত বড় প্রশ্ন হবার জন্য,,,ইমানহারা হওয়া থেকে বাচার জন্য বিস্তারিত বলব ইংশা আল্লাহ
......
আমি ঢাকা তে একটা বেসরকারি প্রতিষ্ঠান এ চাকরি রত অবস্থায় ছিলাম,,, , আমার জন্য, আমার বাসা থেকে বিয়ের পাত্রী দেখে আমার পরিবার,, তো পাত্রীর অবস্থার উপর আমি রাজি ছিলাম না,,,সরাসরি আমি বাসায় ফোন করে বলেছিলাম যে পাত্রী বাসায় না করে দেয় যেন..
রাজি না থাকার বিশেষ কিছু কারণ
১ আমার বাসা এবং মেয়ের বাসা রাজশাহীতে,, মেয়ের বাবার কথা হলো ছেলে যদি রাজশাহীতে না থাকে তাহলে বিয়ে দিবে না,,,
( রাজশাহীতে চাকরি করার মতো প্রতিষ্ঠান সংস্থা নেই বললেই চলে) এই জন্য রাজি ছিলাম না
২ মেয়ের মন, ইচ্ছের সঙ্গে আমার মন মানষিকতার মিল ছিলনা,,,,
৩ মেয়ে চরম পর্যায়ের কট্টরপন্থী আহলে হাদিস ,
যা হাড়ে হাড়ে টের পাইছি
এরপর মায়ের জোরাজোরির কারণে বিয়েতে রাজি হই,,,
বিয়ের পর থেকে প্রায় আমাদের ভুল বোঝাবুঝি ঝামেলা হতো,,,
আমার পরিবার কোন সমাধান করত না ঝামেলার,,,এই জন্য আমি রেগে যেতাম,, যে তাদের পছন্দ মতো বিয়ে করেছি অথচ তারা ঝামেলার মধ্যে কোন সমাধান না করার জন্য,
এরপর বিয়ে হওয়ার পরে ঢাকা থেকে চলে আসার পরে কয়েক মাস কোন কাজ চাকরি পাইনি,,, এই সময় কোন কাজ বা চাকরি পাওয়ার জন্য বাসা থেকে কোন সহায়তা পাইনি,,,
বেকার ছিলাম অনেকে অনেক কথা বলত কষ্টও লাগতো,, আবার বাসাতেও কথা হয়েছে অনেক,,,
যাই হোক প্রায় আমি মাকে বলতাম যে আমি সংসার করবো না,,, আম্মা বলতেন,কেন. তালাক দিয়েছ নাকি...?
আমি বলতাম হ্যা(যানতাম না এই কথার কারণে সত্যি তালাক হয়ে যায়)
এরপরে একটা বাবুও হয় আমাদের,,, বাবু হওয়ার কিছুদিন আগে আপনাদের ওয়েবসাইট থেকে জানতে পারি আমাদের মাঝে বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে,, প্রায় বিয়ের ৩ মাস পরে,,, এর পর পেটে বাবু এসেছে..
এখন মেয়ে তাদের বাসায় আছে কয়েক মাস থেকে...
আর আমার বাসা থেকে চাপ দিচ্ছে আমি যেন তার সঙ্গে সংসার করি,,, আমি বলেছি যে বাড়ি থেকে চলে যাব তাও ভালো সংসার করবো না,,, আমার পরিবার কোনকিছু মানতে নারাজ,,,,
আমিও বাড়ি থেকে চলেই এসেছি,, ঢাকায় ঢাকায় আসার ২ দিন পরে গোপালগঞ্জ জেলায় একটি চাকরিও হয়ে যায় আমি এখানেই আছি,,,
মাঝে মাঝে বাসা থেকে ফোন দিয়ে বলে বাসায় ফিরে যেতে তার সঙ্গে সংসার করতে,,,
এখানে আমার প্রশ্ন ৩ টি
প্রশ্ন ১ আমি নিয়ত করেছি কোনদিন বাসায় জাব না,, পরিবারের সঙ্গে সম্পরকোন সম্পর্ক রাখব না,,,
এটাকি ঠিক হবে...?
প্রশ্ন ২ বাবুর নসব কোন দিকে যাবে...?
প্রশ্ন ৩ মা বাবার দেখা শোনা না করার জন্য কি গোনাহ হবে...
অবশ্য দেখা শোনা করার জন্য আমার বড় ভাই আছে