ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
"তুমি বেদ্বীন হয়ে যাও,নামাজ না পড়ো, রোজা না রাখো,*দ্বীনের কোনো ব্যাপারে বিদ্বেষ/অস্বীকার করো,শরীয়তের* তাহলে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা)"
সবগুলো শর্ত পূরণ হওয়ার পরই তালাক পতিত হবে।
(২)
"যদি তুমি নামাজ পরিত্যাগ করো,পর্দা পরিত্যাগ করো,ইসলামের মৌলিক বিধান পরিত্যাগ করো, দ্বীনের ব্যাপারে যদি বিদ্বেষ করো) "
প্রথম প্রশ্নের মত সবগুলো শর্ত পূরণ হওয়ার পরই তালাক পতিত হবে।
প্রশ্নকারী মুহতারাম!
আপনার উচিৎ ছিল আপনি ঐ প্রশ্নের কমেন্টে উল্লেখ করা।
আপনাকে অসংখ্য বার ফোনে এবং এখানে বলেছি যে, প্রশ্নের বিবরণমতে সবগুলো বিষয় একত্রে পাওয়া গেলে, তবেই তালাকের বিধান কার্যকর হবে।
আমাদের যা মনে হচ্ছে, আপনি ওয়াসওয়াসা তথা অটিসি রোগে আক্রান্ত।আপনি ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হন, ভালো চিকিৎসা গ্রহণ করুন। ঠিকভাবে কয়েকদিন রিলাক্স করুন,খাওয়া দাওয়া ও ঘুম রুটিন মাফিক আদায় করুন।ইনশা'আল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।
Moderation