আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

–1 vote
110 views
in সালাত(Prayer) by (28 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
প্রশ্ন ১ঃ এক নন মুসলিম ব্যক্তি জানতে চাচ্ছে। তার প্রশ্ন টা হুবহু তুলে ধরছি

মুসলিমরা, পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে সেই জায়গা পরিষ্কার না করে কেনো হাত মুখ ধৌত করে? এটা কতোটা যুক্তিসঙ্গত???
আমরা দ্বীনের পথে নতুন আলহামদুলিল্লাহ, সঠিক আর যুক্তিসম্মত  উত্তর দিতে চাই।

প্রশ্ন ২ঃ একবোনের সাথে তার আপন ভাই শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বলে অভিযোগ করছেন। ঘুম থেকে উঠে সে তার ভাইয়ের সাথে ধস্তাধস্তি করে, এখন সে মোটামুটি শিউর। আর তাকে নাকি নানাভাবে বাজে নজরে বাজেভাবে টাচ করার চেষ্টা করতো।

সে তার মাকে প্রথমে বিষয়টি জানাতে চেয়েছিলেন। কিন্তু পারেন নি। বাধ্য হয়েই পরে জানালে তার মা নাকি কোনো একশনেই যায় নিহ। মেয়েটির বিয়ের কথা চলছে।

এমতাবস্থায় সে এটা বলছে, যে তার স্বামীর হক তার ভাই নষ্ট করেছে,এখন যে তার সত্যিটা জেনে তাকে বিয়ে করতে রাজি হবে তাকেই বিয়ে করবে।

কিন্তু তার মা তাকে বলছে যে তাদের ব্ল্যাকমেইল করছে। আমার জানা মতে, বোনটি একটি ছেলের সঙ্গে সম্পর্কে ছিলো এবং ছেলেও সব জানতো বিষয়টি। কিন্তু ভালো চাকরি না থাকায় বাবা মা মেনে নেয় নিহ। আর বোনটিও দ্বীনের পথে আসার পর ছেলের সঙ্গে আর কথা বলে নিহ। তবে সে তার জন্য ওয়েট করছে।
আমার প্রশ্ন হলো, এইরকম সুরতে, মেয়েটা কি তার ভবিষ্যত হাসবেন্সডকে সবকিছু জানিয়েই বিয়ে করতে হবে?
মেয়ে বলছে, সে না জানিয়ে বিয়ে করবে না, কারণ না জানিয়ে করালে তার হক আর তার সাথে প্রতারণা করা হবে।

কি করা উচিত
আফওয়ান বিশাল বড় প্রশ্ন করার জন্য

1 Answer

0 votes
by (597,330 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ وَإِمَّا يُنسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَىٰ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
যখন আপনি তাদেরকে দেখেন, যারা আমার আয়াত সমূহে ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়, যদি শয়তান আপনাকে ভূলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না।(সূরা আন'আম-৬৮)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রথম কথা হচ্ছে, শরীয়তের সকল বিধান ওহী দ্বারা প্রমাণিত।এখানে আকল বা বুদ্ধির কোনো স্থান নেই।বরং আল্লাহর পক্ষ্য থেকে এরকম নির্দেশ এসেছে,তাই মুসলমানগণ বায়ূ নির্গত স্থান ধৌত না করে হাত পা ও মাথা এবং পা ধৌত করণের মাধ্যমে পবিত্রতা অর্জন করে থাকেন।

দ্বিতীয়কথা হচ্ছে,
এদের এমন শয়তানি কথার জবাব না দিতে বরং তাদের মজলিসকে পরিত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছে।

আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, তারা কেন পুজা অর্চনা করে,তারা কেন বহু খোদায় বিশ্বাস করে, অথচ তাদের ধর্ম কিতাব বহু খোদার বিশ্বাসের বিরোধী,পুজা অর্চনার বিরোধী।

https://www.ifatwa.info/906 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
গোনাহ করার পর উক্ত গোনাহকে প্রকাশ না করার নির্দেশ রাসূলুল্লাহ সাঃ দিয়েছেন। যেমন- আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : ( ﻛُﻞُّ ﺃُﻣَّﺘِﻲ ﻣُﻌَﺎﻓًﻰ ﺇِﻟَّﺎ ﺍﻟْﻤُﺠَﺎﻫِﺮِﻳﻦَ ﻭَﺇِﻥَّ ﻣِﻦْ ﺍﻟْﻤُﺠَﺎﻫَﺮَﺓِ ﺃَﻥْ ﻳَﻌْﻤَﻞَ ﺍﻟﺮَّﺟُﻞُ ﺑِﺎﻟﻠَّﻴْﻞِ ﻋَﻤَﻠًﺎ ﺛُﻢَّ ﻳُﺼْﺒِﺢَ ﻭَﻗَﺪْ ﺳَﺘَﺮَﻩُ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻓَﻴَﻘُﻮﻝَ ﻳَﺎ ﻓُﻠَﺎﻥُ ﻋَﻤِﻠْﺖُ ﺍﻟْﺒَﺎﺭِﺣَﺔَ ﻛَﺬَﺍ ﻭَﻛَﺬَﺍ ﻭَﻗَﺪْ ﺑَﺎﺕَ ﻳَﺴْﺘُﺮُﻩُ ﺭَﺑُّﻪُ ﻭَﻳُﺼْﺒِﺢُ ﻳَﻜْﺸِﻒُ ﺳِﺘْﺮَ ﺍﻟﻠَّﻪِ ﻋَﻨْﻪُ )
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, আমার সকল উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোন লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে, আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। (সহীহ বুখারী-৬০৬৯,সহীহ মুসলিম-২৯৯০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ঐ বোন তার ভাইয়ের কৃতকর্ম সম্পর্কে কিছুই তার হাজবেন্ডকে জানাবে না।হবু বরকে জানাবে না।তবে যদি প্রকাশ হওয়ার ভয় থাকে, তাহলে ভবিষ্যত লাঞ্চনা থেকে বাঁচতে অবশ্যই সে বলতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 253 views
...