আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি চট্রগ্রাম এর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এ কুরানিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এ পড়ি। আমার দ্বীন সম্পর্কে জানা ওখান থেকে। তাজউইদ, কাওয়াইদ, ফিকহ, তাফসির, উলুমুল হাদিস, সীরাহ সহ সব দ্বীন রিলেটেড বিষয় ওখানে পড়ায়। আমাদের মেয়েদের ক্যাম্পাস আলাদা। গাড়ি ও আলাদা মেয়েদের। ক্লাসের সময় ও আলাদা। ছেলেরা নাই। তবে মহিলা উস্তাযা দের পাশাপাশি পুরুষ উস্তায ও আমাদের ক্লাস করায়। আমরা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ পর্দা করে ক্লাস করি।
এখন প্রশ্ন হচ্ছে এখানে আমার পর্দা লঙ্ঘন হচ্ছে কিনা? এটা নাজায়েজ কিছু হচ্ছে কিনা?
উল্লেখ্য এখানে পড়ে আমার দুনিয়াবি কোনো ফায়দা হবে না। আমি চাকরিও করবো না। দ্বীন শেখার জন্য মুলত ভর্তি হয়েছি।