ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে যে,"তুমি যদি তোমার এই ফ্রেন্ডের সাথে চলাফেরা করো তাহলে আমাকে ছাড়তে হবে।"
এই কথা বলার দ্বারা শর্ত যুক্ত তালাক অথবা অন্য কোন তালাক হবে না। তবে যদি বলে,
"তুমি যদি তোমার এই ফ্রেন্ডের সাথে চলাফেরা করো তাহলে তুমি তালাক।"
তাহলে এমন বাক্য দ্বারা অবশ্যই শর্তযুক্ত তালাক পতিত হবে।
(২)
কোন স্বামী যদি তার স্ত্রীকে শর্ত যুক্ত তালাক দেয় কিন্তু ঐ শর্ত পূরণ হওয়ার আগেই যদি বায়েন তালাক হয়ে যায়। তাহলে ঐ দম্পতি যদি আবার নতুন মহর ধার্য করে বিয়ে করে পরবর্তী বিয়ের পর যদি পূর্বের শর্ত পাওয়া যায়,তাহলে সেই তালাকটি পতিত হবে। তবে তিন তালাক হওয়ার পর দ্বিতীয় স্বামীর গ্রহণ পূর্বক আবার প্রথম স্বামীর সাথে তালাক হলে, তখন কিন্তু পূর্বের শর্তযুক্ত তালাক আর পতিত হবে না।
(৩)
আমার স্ত্রী এক দিন আমাকে বলেছিল, "আমি যদি কোন ভুল করি তাহলে কি তুমি আরেকটা বিয়ে করে ফেলবা?"তখন আমি বলি বিয়ের কাজ লাগলে তো বিয়ে করতে হবে, ছাড়ার কাজ লাগলে তো ছাড়তে হবে।
এই কথা বলার দ্বারা তালাক হবেনা।