বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/2270 নং ফাতাওয়ায় বলেছি যে,
হযরত আব্দুল্লাহ ইবনে আমর আবনুল আস রাযি থেকে বর্ণিত
عَنْ عبدِاللَّهِ بنِ عَمرو بنِ العاص، رضي اللَّه عنْهما، أنَّ رسُول اللَّه ﷺ قَالَ: يغْفِرُ اللَّه للشَّهيدِ كُلَّ ذنب إلاَّ الدَّيْنَ-وفي روايةٍ له: القَتْلُ في سَبِيلِ اللَّهِ يُكفِّرُ كُلَّ شَيءٍ إلاَّ الدَّيْن.
রাসূলুল্লাহ সাঃ বলেন,আল্লাহ তা'আলা শহীদের সকল প্রকার গোনাহ মাফ করে দেবেন, শুধুমাত্র ঋণ ব্যতীত। (সহীহ মুসলিম-১৮৮৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
স্ত্রীর মহরানা বাবৎ যা প্রাপ্য রয়েছে, তার সবটুকুই স্ত্রীর ওয়ারিশরা পাবে।স্ত্রীর ওয়ারিশ হিসেবে স্বামীও এক অংশ পাবে।সন্তান না থাকাবস্থায় স্বামী তার স্ত্রীর সম্পত্তি থেকে অর্ধেক পাবে।