ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আমাদের মনে রাখতে হবে,
পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রত্যেককেই নিজ নিজ আ'মলের হিসাব দিতে হবে।সুতরাং মা বাবাকে দ্বীন সম্পর্কে বুঝানো যেতে পারে,তবে মা বাবার কোনো গোনাহের শাস্তি নিজ কাধে বহন করা যাবে না।
নিজের বিপক্ষে বা নিজ ধনদৌলত কিংবা সন্তানাদির বিপক্ষে বদদুয়া করতে হাদীসে নিষেধ করা হয়েছে। এখন আপনি আল্লাহর কাছে সকল প্রকার ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন। জাযাকুমুল্লাহ।