বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অমুসলিমের সাথে বন্ধুত্ব সম্পর্ককে আল্লাহ তা'আলা বলেন,
لاَّ يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاء مِن دُوْنِ الْمُؤْمِنِينَ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللّهِ فِي شَيْءٍ إِلاَّ أَن تَتَّقُواْ مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللّهُ نَفْسَهُ وَإِلَى اللّهِ الْمَصِيرُ
মুমিনগন যেন অন্য মুমিনকে ছেড়ে কেন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কেন সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোন অনিষ্টের আশঙ্কা কর, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে আল্লাহ তা’আলা তাঁর সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন। এবং সবাই কে তাঁর কাছে ফিরে যেতে হবে।(সূরা আলে ইমরান-২৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
অমুসলিমের সাথে বন্ধুত্ব করা যাবে না।তবে তাদের সাথে সাধারণ মু'আমালাত করা যাবে।সাধারণ লেনদেন তাদের সাথে করা যাবে। সুতরাং আপনি ঐ হিন্দু ২ জন ছাত্রকে টাকার বিনিময়ে পড়াতে পারবেন।এতেকরে কোনো সমস্যা হবে না।আপনার জন্য পড়ানোও জায়েয।এবং বিনিময় গ্রহণ করাও আপনার জন্য জায়েয। সে ভবিষ্যতে বড় কোনো পোষ্টে গিয়ে ইসলামের ক্ষতি করলে এর দায়ভাড় আপনার উপর বর্তাবে না।