আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
135 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (23 points)
আসসালামু আলাইকুম শায়েখ। একটি জরুরি প্রশ্ন।
আমার বিয়ে হয়েছে এক বছর।
বউ নিয়ে বাবা মায়ের সাথে থাকি। সম্প্রতি একটি পরীক্ষায় ভাল না করার কারণে আমার বাবা আমাকে চাকরি ছেড়ে শুধু পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য চাপ দেয় এবং আমার ও আমার বাবার মধ্যে এ নিয়ে ভীষণ বাগ বিতন্ডা হয়। আমার বউ ও আমার চাকরি ছাড়ার পক্ষে না।

চাকরি না ছাড়লে বাবা এ বাসায় থাকতে দিবেনা। আলাদা বাসা নিয়ে থাকতে হবে।

এমতাবস্থায় করনীয় কি?

(বি দ্রঃ আমার বাবা খুবই অবুঝ। তাকে বুঝানোর কোনো অপশন নেই)

1 Answer

0 votes
by (569,520 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


শরীয়তের বিধান মোতাবেক স্ত্রীর ভরনপোষণ এর দায়িত্ব স্বামীর উপর আবশ্যকীয়। 
  
আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ   

اَلرِّجَالُ قَوّٰمُوۡنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰہُ بَعۡضَہُمۡ عَلٰی بَعۡضٍ وَّ بِمَاۤ اَنۡفَقُوۡا مِنۡ اَمۡوَالِہِمۡ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلۡغَیۡبِ بِمَا حَفِظَ اللّٰہُ ؕ وَ الّٰتِیۡ تَخَافُوۡنَ نُشُوۡزَہُنَّ فَعِظُوۡہُنَّ وَ اہۡجُرُوۡہُنَّ فِی الۡمَضَاجِعِ وَ اضۡرِبُوۡہُنَّ ۚ فَاِنۡ اَطَعۡنَکُمۡ فَلَا تَبۡغُوۡا عَلَیۡہِنَّ سَبِیۡلًا ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیًّا کَبِیۡرًا ﴿۳۴﴾

পুরুষেরা নারীদের অভিভাবক, ঐ (বিশেষত্বের) কারণে, যার দ্বারা আল্লাহ তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং ঐ সম্পদের কারণে, যা তারা ব্যয় করেছে। সুতরাং সৎ নারীরা হল অনুগত, (স্বামীর) অবর্তমানে (নিজের সতিত্ব ও স্বামীর সম্পদ) রক্ষাকারী, আল্লাহ রক্ষা করার কারণে ... -সূরা নিসা : ৩৪

এই আয়াতে ‘পুরুষের ব্যয়কৃত সম্পদ’ মানে স্ত্রীর মোহরানা, খোরপোষ ও আনুষঙ্গিক অন্যান্য খরচ, কুরআন ও সুন্নাহর বিধান অনুযায়ী যা বহন করা অবশ্যকর্তব্য। এ আয়াত প্রমাণ করে, স্ত্রীর নাফাকা ও খোরপোষ স্বামীর উপর ফরয। -তাফসীর ইবনে কাছীর ১/৪৯২; আহকামুল কুরআন, জাসসাস ২/১৮৮

★প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি আপনার বাবা আপনার ও আপনার স্ত্রীর ভরনপোষণ এর দায়িত্ব নেয়,তাহলে বাবার আদেশে  চাকুরী ছেড়ে দেয়াতে আপনার গুনাহ হবেনা। 
,
আপনার বাবা যদি রাজি থাকে তবে আপনার বদলে  আপনার স্ত্রীর ভরণপোষণ দিতে পারবে।
এতে কোনো সমস্যা নেই।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে  যদি আপনার বাবা আপনার ও আপনার স্ত্রীর ভরনপোষণ এর দায়িত্ব নেয়,তাহলে বাবার আদেশে  চাকুরী ছেড়ে দিলে আপনার গুনাহ হবেনা। 

তবে বর্তমানে চাকুরী পাওয়া যেনো সোনার হরিণের ন্যায়।
তাই পরামর্শ থাক,চাকুরী ছেড়ে না দিয়ে অন্য কোনো ভাবে বিষয়টি সমাধান করার।      


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...