আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
133 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (40 points)
edited by
১.জামায়েতের নামাজে তিন তাসবিহ পরিমাণ চুপ থাকলে কি নামাজ ভাঙ্গে

২.ইমাম সিজদা উঠে দাড়ানোর সময়ে কোনো মাসবুক ব্যাক্তি যদি তিন তাসবিহ পরিমাণ বসে থাকে বা চুপ করে থাকে তবে কি নামাজ ভাঙ্গে  বা সাহু সিজদাহ দিতে হবে?

৩.ঈমান ভাঙ্গার যে ১০টি কারণ আছে বড় কুফুরি কারণ কি এ কয়টি না আরো আছে?

৪.কাপড় পাক নাপাক এ নিয়ে সন্দেহ হলে করণীয় কি?

৫.আমার কাপড় পাক নাপাক এ নিয়ে সন্দেহের কারণে বার কাপড় পরিবর্তন করি। এখন করণীয় কি?

৬.নামাজে ভুলে কেরাত ভুল হলে কি নামাজ ভাঙ্গে?

৭.নামাজে সূরা ফাতিহার কেরাত ভুল হলে সূরা ফাতিহার পর মনে পরলে কি আবার প্রথম থেকে সূরা ফাতিহা পরতে হবে?

৮.নামাজে কেরাত ভুল না হয়েছ না ঠিক হয়েছে সন্দেহ হলে করণীয় কি?

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


https://ifatwa.info/14774/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ  
শরীয়তের বিধান হলো মুক্তাদীর এমন ভুল যার দ্বারা নামায ভঙ্গ হয় না, এমন কোন কাজ ইমামের পিছনে মুক্তাদী করলে এতে মুক্তাদীর উপর কোন কিছু যথা সাহু সেজদা আবশ্যক হয় না। বরং তার নামায বিশুদ্ধ হয়ে যায়।

★হাদীস শরীফে এসেছেঃ  
বিখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, ‘তুমি যদি ইমামের পেছনে ভুল কর, কিন্তু ইমাম কোনো ভুল না করে, তা হলে তোমার ওপর সাহু সিজদা নেই। আর ইমাম ভুল করলে তোমার ভুল না হলেও ইমামের সঙ্গে তোমাকে সাহু সিজদা করতে হবে।’ 
(কিতাবুল আসার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা : ১৮৭)
 
فَأَمَّا الْمُقْتَدِي إذَا سَهَا فِي صَلَاتِهِ فَلَا سَهْوَ عَلَيْهِ؛ لِأَنَّهُ لَا يُمْكِنُهُ السُّجُودُ؛ لِأَنَّهُ إنْ سَجَدَ قَبْلَ السَّلَامِ كَانَ مُخَالِفًا لِلْإِمَامِ، وَإِنْ أَخَّرَهُ إلَى مَا بَعْدَ سَلَامِ الْإِمَامِ يَخْرُجُ مِنْ الصَّلَاةِ بِسَلَامِ الْإِمَامِ؛ لِأَنَّهُ سَلَامُ عَمْدٍ مِمَّنْ لَا سَهْوَ عَلَيْهِ، فَكَانَ سَهْوُهُ فِيمَا يَرْجِعُ إلَى السُّجُودِ مُلْحَقًا بِالْعَدَمِ لِتَعَذُّرِ السُّجُودِ عَلَيْهِ، فَسَقَطَ السُّجُودُ عَنْهُ أَصْلًا، (بدائع الصنائع، كتاب الصلاة، فصل وَأَمَّا بَيَانُ مَنْ يَجِبُ عَلَيْهِ سُجُودُ السَّهْوِ وَمَنْ لَا يَجِبُ عَلَيْهِ-1/175، الفتاوى الهندية-1/128، رد المحتار-2/82)
সারমর্মঃ
যদি মুক্তাদি নামাজের ভিতর কোনো ভুল করে,তাহলে তার উপর সেজদায়ে সাহু আবশ্যক হবেনা।
কেননা তার জন্য সেজদায়ে সাহু আদায় করার কোনো ইমকান, সুযোগ নেই।    
কেননা যদি সে ইমামের সালামের আগেই সালাম ফিরায়,তাহলে ইমের মুখালিফ তথা বিরোধিতা হলো।
যদি ইমামের সাথে সালাম ফিরানোর পর সেজদায়ে সাহু আদায় করে,তাহলে সে তো ইমামের সাথে নামাজ থেকে বের হয়ে গিয়েছে,,,,,  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
জামাতের সহিতা নামাজ চালাকালিন প্রশ্নে উল্লেখিত ছুরতে মুক্তাদীর এভাবে চুপ থাকায় সেজদায়ে সাহু আবশ্যক হবেনা।
নামাজ ভেঙ্গে যাবেনা।

(০২)
এতেও সেজদায়ে সাহু আবশ্যক হবেনা।
নামাজ ভেঙ্গে যাবেনা।

(০৩)
এগুলিই মূলত উসুলগত ও প্রধান কারন।
ইহা ছাড়া আরো কারন থাকলেও বুঝা যায় যে সেগুলোও এই ১০ কারনের মধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে।

(০৪)
এক্ষেত্রে প্রবল ধারনার উপর আমল করবেন।
প্রবল ধারনা না হলে সতর্কতামূলক পাক করারই পরামর্শ থাকবে।   

(০৫)
চার নম্বরের জবাব অনুযায়ী কাজ করবেন।

(০৬)
যদি নামাজ ভেঙ্গে যাওয়ার মতো অর্থ বিকৃত হয়ে যায়,তাহলে নামাজ ভেঙ্গে যাবে।

(০৭)
যেই আয়াতে ভুল হয়েছে,সেই আয়াত থেকে পড়বেন।

(০৮)
নিশ্চিত হতে না পারলে সন্দেহের দিকে ভ্রুক্ষেপ করবেননা।     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...