ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কেনায়া তালাক দ্বারা বায়েন তালাক পতিত হয়ে থাকে।একটি বায়েন তালাক পতিত হওয়ার পর যেহেতু বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই পরবর্তীতে আর কোনো তালাক পতিত হবে না।
বায়েন তালাক দুই ভাবে পতিত হয়।
কেনায়া শব্দ উচ্ছারণ দ্বারা তালাকে বায়েন পতিত হয় , বা তালাকের সাথে এমন শব্দ ব্যবহারের দ্বারা তালাকে বায়েন পতিত হয়, যে শব্দ দ্বারা তালাককে শক্তিশালী করা হয়ে থাকে।যেমন কেউ বলল, আমি তোমাকে বায়েন তালাক দিয়েছি।বা তোমাকে শক্ত তালাক দিয়েছি।
সহবাসের পূর্বে রেজয়ী তালাক দিলে তালাকে বায়েন পতিত হয়।
https://www.ifatwa.info/1457 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
إذا طلق الرجل امرأته ثلاثا قبل الدخول بها وقعن عليها فإن فرق الطلاق بانت بالأولى ولم تقع الثانية والثالثة
যদি কেউ তার স্ত্রীকে সহবাসের পূর্বে তিন তালাক দিয়ে দেয়,তাহলে তিন তালাকই তার উপর পতিত হবে।আর যদি বিচ্ছিন্ন ভাবে এক এক করে তিন তালাক দেয়,তাহলে প্রথম তালাক দ্বারাই স্ত্রী বায়েন হয়ে যাবে।দ্বিতীয় এবং তৃতীয় তালাক তার উপর পতিত হবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৭৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
একবার বায়েন তালাক পতিত হয়ে গেলে আর কোনো তালাকই পতিত হবে না।