জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
নাফি' নাম রাখা হতে রাসুলুল্লাহ সাঃ নিষেধ করেছেন।
হাদীস শরীফে এসেছেঃ
عَن سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "لَا تُسَمِّيَنَّ غُلَامَكَ يَسَارًا وَلَا رِبَاحًا وَلَا نَجِيْحًا وَلَا أَفْلَحَ فَإِنَّكَ تَقُولُ: أَثَمَّ هُوَ؟ فَلَا يَكُونُ فَيَقُولُ لَا". رَوَاهُ مُسْلِمٌ. وَفِىْ رِوَايَةٍ لَه قَالَ:لَا تُسَمِّ غُلَامَكَ رَبَاحًا وَلَا يَسَارًا وَلَا أَفْلَحَ وَلَا نَافِعًا
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি কখনো তোমাদের ‘‘গোলাম’’ (সন্তান)-এর নাম ‘ইয়াসার’, ‘রবাহ’, ‘নাজীহ’ ও ‘আফলাহ’ রেখ না। কেননা যখন তুমি তার নাম ধরে ডাকবে, আর সে উপস্থিত থাকবে না, তখন কেউ বলবে ‘‘নেই’’।
মুসলিম-এর অপর বর্ণনায় রয়েছে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তুমি তোমার গোলামের নাম ‘রবাহ’, ‘ইয়াসার’, ‘আফলাহ’ কিংবা নাফি‘ নাম রেখ না।
(সহীহ : মুসলিম ১১-(২১৩৬), আহমাদ ২০২৪৪, সহীহ ইবনু হিব্বান ৫৮৩৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৬৫২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭৮৮, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৮৯৭, ইরওয়াউল গালীল ৪/৪০৭ পৃঃ, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৯৭৮, আবূ দাঊদ ৪৯৫৮, তিরমিযী ২৮৩৬, ইবনু মাজাহ ৩৬৩০।)
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে এই নাম পরিবর্তন করতে হবে।