জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহান আলাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন,
وَ اِنۡ کَانَ ذُوۡ عُسۡرَۃٍ فَنَظِرَۃٌ اِلٰی مَیۡسَرَۃٍ ؕ وَ اَنۡ تَصَدَّقُوۡا خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۲۸۰﴾
‘আর ঋণগ্রস্থ ব্যক্তি যদি অভাবী হয়, তাহলে তাকে স্বচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। আর যদি ঋণ মাফ করে দাও, তাহলে সেটা তোমাদের জন্য আরও উত্তম, যদি তোমরা তা জানতে।’ (সূরা বাকারা : ২৮০)।
আয়াতে বর্ণিত অবস্থায় ঋণ গ্রহণকারীকে অবকাশ প্রদান করার পরও যদি স্বচ্ছলতা ফিরে না আসে, তবে তা পরিশোধ করার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের উপর বর্তাবে। রাষ্ট্রের যাকাত-ফিতরার ফান্ড থেকে এ ঋণ শোধ করার নিয়ম প্রচলিত রয়েছে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
পিতা সন্তানের দেনা পরিশোধ করে সন্তানের ঋণের বোঝা লাগব করতে বাধ্য নয়।
সন্তানের নিজের লোন নিজের ই পরিশোধ করতে হবে।
সন্তান লোন পরিশোধে ব্যর্থ হলে এই লোন পরিশোধের দায়িত্ব তার পিতার উপর নয়।
এ সময় দেশে ইসলামী শাসন চললে সেই লোন পরিশোধ করার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের উপর বর্তাবে। রাষ্ট্রের যাকাত-ফিতরার ফান্ড থেকে এ ঋণ শোধ করার নিয়ম প্রচলিত রয়েছে।