জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামে জামাআতের সহিত নামাজ পড়ার অনেক অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন-
لَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنِ الصَّلَاةِ إِلَّا مُنَافِقٌ قَدْ عُلِمَ نِفَاقُهُ، أَوْ مَرِيضٌ، إِنْ كَانَ الْمَرِيضُ لَيَمْشِي بَيْنَ رَجُلَيْنِ حَتَّى يَأْتِيَ الصَّلَاةِ.
আমাদের অবস্থা এমন ছিল যে, নামায (-এর জামাত) থেকে পিছিয়ে থাকত কেবল এমন মুনাফিক, যার নিফাক স্পষ্ট ছিল অথবা অসুস্থ ব্যক্তি। তবে আমরা অসুস্থদেরকেও দেখতাম, দুই ব্যক্তির কাঁধে ভর করে তারা নামাযের জন্য চলে আসত। -সহীহ মুসলিম, হাদীস ১৪৮৫
হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً.
অর্থাৎ একাকী নামায পড়া অপেক্ষা জামাতে নামায আদায় করা সাতাশ গুণ বেশি ফযীলতপূর্ণ। -সহীহ বুখারী, হাদীস ৬৪৫; সহীহ মুসলিম, হাদীস ১৪৭৫
আরো জানুনঃ
★জামাআতের সাথে নামাজ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদা, কেহ কেহ ওয়াজিব বলেছেন।
বিনা ওযরে জামাআত ছেড়ে দেয়া বা ওযর বশত ছেড়ে দেয়ার অভ্যাস গড়ে তোলা মারাত্মক গুনাহ।
তাই প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে একাক নামাজ আদায় করলে তাহা শুদ্ধ হলেও জামাআত তরকের গুনাহ হচ্ছে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি প্রয়োজনে অফিসেই সর্বনিম্ন একজনকে নিয়ে জামা'আত করার চেষ্টা করে সালাত আদায় করবেন।
একজনকে হাজির করতে একটু দেড়ি হলেও সমস্যা নেই,তবুও জামা'আত উত্তম হবে।
বিস্তারিত জানুনঃ