আসসালামু আলাইকুম হুজুর। দয়া করে সমাধান দেন।
একজন স্ত্রী তার স্বামীর একটি ফেসবুকের ছবিতে কমেন্ট করে মজা করে বলে,,,, কেমন আছেন ভাইয়া??
স্বামী বলেঃ ইসলামে ভাই ডাকা যায়েজ আছে??
স্ত্রী বলেঃ সমস্যা হয়না তো মনে হয়।
স্বামী বলেঃ তাহলে আজকে থেকে ভাই বোন হয়ে যাই।
তারপর তারা মেসেজে কথা বলে,,স্বামী রাগ করে বলে""" ভাই ডাকার কি দরকার ছিল? মানুষ ভাববে আমাদের মধ্যে সম্পর্ক ঠিক নাই,,, কমেন্টে দুইজন দুইজনকে ভাই বোন ডাকতেছি। ""
স্ত্রী তখন গুগলে সার্চ করে জানতে পারে যিহারের বিষয়ে। ভাই বোন ডাকলে নাকি সমস্যা হয়। এইখানে স্বামীর কথায় কি কোন সমস্যা হবে??