পূর্ববর্তী ফতওয়া:
https://ifatwa.info/44172
১ নং পয়েন্টে বলেছেন তালাক হবেনা। মানে কি কোন শর্তযুক্ত তালাক হয়নি অর্থাৎ ভবিষ্যতে উক্ত কাজ করলেও তালাক হবেনা? (স্বামী শুধু আশ্বাস হিসেবে কথাটি বলেছেন, তালাকের কোন নিয়তই ছিল না)
২ নং পয়েন্ট এর বিষয়ে বলতে চাই কাবিননামার ১৮ নং পয়েন্টে লেখা ছিল "হ্যাঁ, নিয়মিত খোরপোষ না দিলে, বনিবনাত না হইলে, শারীরিক মানসিক কষ্ট দিলে, কনে তাফউইজ তালাক লইতে পারিবেন"। কিন্তু পরবর্তীতে দ্বীনের বুঝ আসার পর স্বামী মৌখিকভাবে উক্ত ক্ষমতা ফেরত নেন এবং স্ত্রীও সেই ক্ষমতা সজ্ঞানে ফেরত দেন। উক্ত কাবিননামা টি বিয়ের ইজাব কবুলের আগেই লেখা হয়েছিল। বিয়ের ছবির ক্রম দেখে বুঝা যাচ্ছে কবুল বলার আগেই কাবিন লেখা হয়ে গেছিল এবং কবুল বলার আগেই স্বাক্ষর করেছিলেন উভয়ে।