আসসালামু আলাইকুম,
১) স্ত্রীর যদি তালাক প্রদানের ক্ষমতা না থাকে তাহলে নিম্নোক্ত ক্ষেত্রে কি তালাক প্রযোজ্য হবে?
যেমন স্ত্রী যদি এই কথা বলেন যে "তুমি যদি অমুক কাজ করো তবে আমি তোমার সাথে আর নাই"
জবাবে স্বামী যদি বলেন "ঠিক আছে। আমি আর এমন করব না" অথবা শুধু বলেছেন "আমি আর এমন করব না"
উল্লেখ্য, স্বামীর তালাকের কোন নিয়ত ছিল না। এক্ষেত্রে কি স্বামী স্ত্রীর উক্ত শর্ত মেনে নিয়েছেন বিধায় উক্ত কাজ করলে শর্তযুক্ত তালাক পতিত হবে বলে ধরা হবে?
২) কবুল বলার আগেই কাবিননামার ১৮ নং ধারায় স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা হলে (স্বামীর মনে আছে যে কবুল বলার আগেই লেখা হয়েছিল কারণ সে স্বাক্ষর দেওয়ার সময় সব লেখা অবস্থায় পেয়েছিল এবং পরবর্তীতে ছবি দেখেও প্রমাণ মিলেছে) সেক্ষেত্রে স্ত্রী তালাকের অধিকার পাবে কিনা?
উল্লেখ্য, দ্বীনের বুঝ হওয়ার পর স্বামী এই ক্ষমতা স্ত্রীকে দিতে চাননি কিংবা স্ত্রীও নিতে চাননি। এবং মৌখিকভাবে উভয়েই সম্মত হয়েছেন যে স্ত্রীর এই ক্ষমতা নেই।