হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ [রা.] বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة ابدا"
যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াক্বিয়াহ তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। হজরত ইবনে মাসউদ [রা.] তাঁর মেয়েদেরকে প্রত্যেক রাতে এ সুরা তেলাওয়াত করার আদেশ করতেন। [বাইহাকি:শুআবুল ঈমান-২৪৯৮](মিশকাত পৃঃ ১৮৯)
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
সুরা ওয়াকিয়া রাতে যেকোনো সময় করলেও হবে।
তবে দিনের বেলা আমল করলে উক্ত ফজিলত পাওয়ার কথা হাদীসে নেই।
রিজিক বৃদ্ধির কিছু আমলঃ-
★তাকওয়া,খোদাভীতি ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা স্থাপন রিজিক বৃদ্ধির অন্যতম কারণ।
★পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা।
হাদীস শরীফে এসেছেঃ
আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। (বুখারি, হাদিস : ৫৯৮৫; মুসলিম, হাদিস : ৪৬৩৯)
★তওবা ও ইস্তিগফার করা।
★আল্লাহর রাস্তায় ব্যয় করা।
★অসহায়ের প্রতি সদয় আচরণ।
★বিবাহ করা।
বিবাহের মাধ্যমে জীবনে বরকত ও প্রাচুর্য নেমে আসে।