জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
(০১)
প্রশ্নের বিবরণ মতে আপনার উপর বিবাহ ওয়াজিব নয়।
তবে সুন্নাতে মুয়াক্কাদা।
বিনা ওযরে বিবাহ না করলে গুনাহগার হতে হবে।
আরো জানুনঃ
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم النِّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي وَتَزَوَّجُوا فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ الْأُمَمَ وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিবাহ করা আমার সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নাত মোতাবেক কাজ করলো না সে আমার নয়। তোমরা বিবাহ করো, কেননা আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মাতের সামনে গর্ব করবো। অতএব যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে এবং যার সামর্থ্য নেই সে যেন রোযা রাখে। কারণ রোযা তার জন্য জৈবিক উত্তেজনা প্রশমনকারী।
(ইবনে মাজাহ ১৮৪৬।)
(০২)
উল্লেখিত নিয়তে বিয়ে না করলে পাপ হবে।
আপনার জন্য বিবাহ সুন্নাত্র মুয়াক্কাদা।
তাই এক্ষেত্রে বিনা ওযরে সুন্নাতে মুয়াক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহ হবে।