আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।
সম্পুর্ন পড়ার ও বিস্তারিত উত্তরের অনুরোধ জ্ঞাপন জানাচ্ছি
আসসালামু আলাইকুম। কেমন আছেন?
(১) একদিন হঠাৎ আমার বই এর ভেতর একটি কলম পাই। এখন কলমটি মোটামুটি [সম্ভাবনা লিস্টের ২-১ জন বাকি] অনেককে দেখিয়েছি কিন্তু কেউই বলতে পারে না কার। এখন কলম টি কি করব?
বিদ্রঃ এমন ভাবে অনিচ্ছাকৃত পাওয়া জিনিসের বিধান কি?
(২) ★ কেউ কোন হাদিয়া দিলে তা হালাল না হারাম নিশ্চিত না হলে তাহলে তা কি ব্যবহার করা বা খাওয়া জায়েজ?
★ যদি হারাম হতে পারে এমন সম্ভাবনা থাকে তাহলে কি বিধান?
(৩) কিছু ইসলামিক ভিডিও এর শুরুতে বা মাঝে বিভিন্ন ""সাউন্ড"" থাকে যা মিউজিক না এবং তাতে কোন প্রকার উত্তেজনা ও হয় না,, এসব এ কি কো সমস্যা?
(৪) বর্তমান সময়ে বাসে বা সিএনজি বা অটো বাইক এ কোথাও যেতে গেলে, অনেক চেষ্টা সত্বেও অনেক সময় গাইরে মাহরাম পাসে এসে বসে। এক্ষেত্রে কি বিধান? তখন কি গাড়ি থেকে নেমে যাবো যদি অন্য কোথাও জায়গা না থাকে? এবং গাইরে মাহরামের বয়স ভেদে কি বিধান হবে? অর্থাৎ যুবক/যুবতী, তার চেয়ে বেশী???