আসসালামু আলাইকুম,
আমার কয়েক বছর আগে পড়াশোনার জন্য বেশ কিছু অর্থ এক ব্যক্তির থেকে আমার বাবা এক হিন্দু লোকের থেকে লোন নেয়, বিরাট অংকের একটা সুদের বিনিময়ে। আমি ওই সময় হালাল হারামের বেপারে ওতোটা সচেতন ছিলাম না,আমি জানতাম সুদ খাওয়া হারাম, দেওয়া যে হারাম তা জানতাম না,বা বলা চলে জানার জন্য খোজও করিনি।আমি এই কাজের জন্য অনুতপ্ত আমি তাওবা করেছি সুদ থেকে বের হয়ে আসবো আল্লাহ কে ওয়াদা করেছি
এখনো পযর্ন্ত আমাদের এই সুদ দিয়ে যেতে হচ্ছে যেহেতু লোন শোধ হয়নি। যার থেকে লোন নেয়া হয় সে বিভিন্ন সময় বাড়িতে এসে টাকার জন্য গালমন্দ করে, গন্ডগোল করে। কয়েকবার এরকম হয়েছে ওই লোককে টাকা দিয়ে বিদায় করার জন্য আমার কাছে জমা রাখা আমার ভাই এর টাকা থেকে ভাইকে না জানিয়ে টাকা দিতে বাধ্য হয়েছি ।আমানতের খেয়ানত হয়ে গেল এই জন্যও আমার মধ্যে অনুশোচনা কাজ করে যদিও আমি আমার ভাই টাকা তাকে ফেরত দেয়ার ইরাদা রাখি।
আমাদের কোন জমানো টাকা নাই। সম্পদ বলতে বাবার বাড়ি আছে যেটায় আমারা থাকছি আর ভাড়া দিয়ে খাবার খরচ চলছে। আর খুবই সামান্য কিছু স্বর্ন। আমার মায়ের বাবার বাড়ির অংশ আমার মা বিক্রি করে লোন পরিশোধ করতে চায় কিন্তু তার ভাই অংশ দিতে তালবাহানা করে যাচ্চছে।আমাদের কোন এরকম রিলেটিভ বা পরিচিত কেউ নেই যে আমাদের সুদ ছাড়া টাকা ধার দিবে।
এই অবস্থায় আমাকে অনেকে বলছে ব্যাংক থেকে লোন নিতে। তাদের কথা হলো আমিতো ইতিমধ্যে সুদের মধ্যেই আছি। ব্যাংক থেকে লোন নিলে এর সুদ, আমার বর্তমানের দেওয়া সুদ থেকে কম হবে আর যেহেতু হিন্দু ব্যক্তি টাকার জন্য গালাগাল করছে তাকে পরিশোধ করে দেয়া যাবে,এবং ব্যাংংকের সুদের হার যেহেতু আমার বর্তমানের দেয়া সুদের থেকে কম আমি তারাতারি এই লোন পরিশোধ করে সুদ থেকে বের হতে পারবো।
আমাকে যদি হিন্দু লোকটি ২ বছরের মতো সময় দিতো আমি তার লোন পরিশোধ করে দিতে পারতাম চাকরি করে কিন্তু সে এসব কিছু শুনতে রাজিনা।
আমার কি করণিয়, দয়া করে বলবেন?আমি না পারছি এই লোকের ডেইলি ডেইলি গন্ডগোল নিতে, না পারছি সুদ থেকে বের হতে না পারছি ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য নিজেকে মানাতে। আমার এখন কি করা উচিত? আমি সুদ মুক্ত জীবন চাই