আমার এক বোনের বিয়েতে তার পছন্দ করা এক ছেলের ব্যাপারে যখন বাসায় জানানো হয়, তখন তার বাবা মা সেই ছেলের সাথে বিয়ে দিতে রাজি না, কারন তারা ঐ ছেলের থেকেও কোয়ালিফাইড পাত্র পেয়েছে তাই। কিন্তু আামার বোন যেই বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে, ঐ ছেলেটাও একই বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে। তাদের দুই জনের বাবার আর্থিক অবস্থা একই রকম, মধ্যবিত্ত। মেয়ের বাবা কোনো চাকরী করে না, কয়টা দোকান ভাড়া দিয়ে যে আসে তাই দিয়ে চলে, কিন্ত ছেলের বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরী করে এবং ছেলেটাও সফ্টওয়ার ইন্জিনিয়ার। ৩ মাস হলো চাকুরী করছে। ছেলেটা বেশ শক্ত, পরিশ্রমী এবং দায়িত্তশীল। এমন অবস্থায় মেয়ের বাবা বলছে যে, মেয়ের নাকি কোনো অধিকার নেই এইটা বিচার করা যে কোন ছেলে পাত্র হিসেবে কেমন? আামার প্রশ্ন হলো, আসলেই কি ইসলাম মেয়েদের কোনো অধিকার দেই নি এই বিষয়ে বিচার করার? আর একজনকে কুফুতে মিলে গেলে বাবা মা জেদ করে বাধালে কি করা উচিত?