আসসালামু আলাইকুম, এক ব্যক্তি ওয়াসওয়াসার রোগী, সে জেনেছে ঠাট্টা করে তালাক দিলেও তালাক হয়ে যায় আবার অনেক শব্দ দ্বারাও তালাক হয়ে যায় তারপর থেকে সে তার সাথে কথা বলতে গেলেই মনে হয় তালাক হয়ে যাবে না তো এই কথার দ্বারা, এরকম হতে হতে একদিন ঝগড়া হলে তারপর অভিমান করে কথা বলছে ২ জন সাবধানেই বলছে তবে এর মধ্য সে বলছে যে আমাকে অনেক কষ্ট করে বাবা মা মানুষ করছে তোমার কথার নির্যাতন পওয়ার জন্য নয় এইটা তোমার মাথায় রাখা উচিত ছিল,এই কথা সে কি নিয়তে বলছে মনে করতে পারছেনা, যদি তলাকের নিয়ত হয়ে থাকে তালাক হয়ে যাবে কিনা.? এরপরই সে যেহেতু মন থেকে তার তালাক দেওয়ার নিয়ত নাই তবে কিছু সময়ের জন্য আবেগে আসছে কিনা তা মনে নাই ঠিক, এরপরেই সে তালাক যাতে না হয় সে অন্য কিছু বলে।।এতে কি কোন ক্ষতি হবে, আর এই ওয়াসওয়াসার থেকে বাঁচার উপায় কি?