আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
212 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।কয়েকটি জিজ্ঞাসা..

১.মা,ছেলে এবং মেয়ে তিনজনের যাকাত প্রতিবছর একসাথেই দেয়া হয়,সবার টাকা একসাথে থাকার কারণে। তবে হিসাব হয় আলাদা আলাদা।
এবছর ছেলের যাকাতের টাকা হিসাব করতে একটু ভুল হয়ে যায় এবং দেয়া শেষ হওয়ার পর দেখা যায় প্রায় সাড়ে ছয় হাজার টাকা বেশি দেয়া হয়েছে।মা আর মেয়ের যাকাত এখনো দেয়া হয়নি।এখন প্রশ্ন হচ্ছে ছেলের যাকাতের যে অংশ বেশি দেয়া হয়েছে সেটা কি মা কিংবা মেয়ের যাকাতের টাকা থেকে কর্তন করা যাবে?উল্লেখ্য, প্রতিবছরই তাদের যাকাতের টাকা হিসাব থেকে একটু বেশি দিয়ে দেয়া হয়।

২.এক পরিবারের মাহরাম পুরুষ থেকেও না থাকার মত।ছেলে দেশের বাইরে থাকে।আর ছেলের বাবার সাথে হুরমতে মুসাহারাতের কারণে ছেলের মা আলাদা হয়ে গিয়েছেন+একজন নন মাহরামের সাথে যেমন  চলাফেরা করতে হয় তেমনি করেন।মেয়ে তার বাবাকে প্রচন্ড ঘৃণা করেন যেহেতু ভিক্টিম মেয়েই।খুব প্রয়োজন ছাড়া কথাবার্তা হয় না।মেয়ে এবং মেয়ের মায়ের ওমরা/ হজ্জ করার মত সামর্থ আছে।উনারাও হজ্জ করার জন্য ভীষণ উদগ্রীব হয়ে আছেন।মায়ের শরীর ভালো থাকে না উনি ভয় করেন আল্লাহ না করুন যদি উনি ছেলের অপেক্ষা করে করে কখনো হজ্জই করতে না পারেন!এক্ষেত্রে মেয়ের চাচা অথবা বিশ্বস্ত কোনো নন মাহরামের সাথে (যার সাথে উনার মাহরাম মহিলা থাকবেন) হজ্জে যেতে পারবেন কি?উনার ছেলের নিয়ে যাওয়ার সুযোগ নেই।
এক্ষেত্রে শরীয়াহ কি বলে?
আর মেয়ের বাবা মেয়েকে সেক্সুয়াল হ্যারেজমেন্ট করে সংসারটাকে যে এলোমেলো করে দিল আর মেয়েকে মানসিক ভাবে তীব্র ক্ষতিগ্রস্ত করলো এজন্য মেয়ে তাকে অত্যন্ত ঘৃণা করেন।এই ঘৃণা করার জন্য তার গুনাহ হবে?

৩.একজন মেয়ে যিনি শারীরিক ভাবে বেশিরভাগ সময় অসুস্থ থাকেন এবং দুর্বল।সিহর,জ্বীনের বদনজরে আক্রান্ত অনেক আগে থেকে।
প্রত্যেক রমজানে অনেক কষ্টের পর আল্লাহ রোজাগুলো করার তৌফিক দেন।প্রেশার উঠানামা করে প্রচুর।উনার প্রতিবছর প্রায় ৯/১০ টা রোজা ভাংতি হয়।
বেশ কবছরের রোজা জমে গেছে।উনি রাখার চেষ্টা করেছিলেন কিন্তু রোজা অবস্থায় প্রেশার লো হয়ে দুর্বলতা বেড়ে  লাগাতার কয়েকদিন অসুস্থ থাকেন।কয়েকটা রেখে আর পারেন না।
উনার এই অবস্থায় ইসলামের কি হুকুম?

জাযাকুমুল্লাহ খাইর

1 Answer

0 votes
by (588,990 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ছেলের যাকাত আদায় করতে যেয়ে যেই পরিমাণ টাকা বেশী আদায় করা হয়েছে, সেই পরিমাণ টাকা মা বা মেয়ের যাকাত বাবৎ নিয়ে করে নিলে,তাদের পক্ষ্য থেকে যাকাতের আংশিক /পূর্ণ আদায় হবে।

হ্যা, এটাও করা যেতে পারে যে, 
যত টাকা বেশী আদায় হয়েছে, সেই পরিমাণ টাকা আগামী বৎসরের জন্য রাখা যেতে পারে।

(২)
যতক্ষণ না মায়ের কোনো মাহরাম পুরুষের ব্যবস্থা হবে,ততক্ষণ মায়ের উপর হজ্ব ফরয হবে না। কেননা নারীদের বেলায় হজ্ব ফরয হওয়ার জন্য শর্ত হল, মাহরাম পুরুষ থাকা।
যেহেতু মায়ের একটি ছেলে রয়েছে, তাই মায়ের উপর হজ্ব ফরয।এখন ছেলের দায়িত্ব হল, সকল প্রকার ব্যস্ততাকে পিছনে ফেলে মাকে হজ্বে নিয়ে যাওয়া।
ছেলের জন্য অসম্ভব হলে, মা দেবর ইত্যাদি গায়রে মাহরামের সাথে হজ্বে না গিয়ে বরং বদলি হজ্ব করিয়ে নিবে।

বাবার প্রতি মেয়ের ঘৃণা যুক্তি সংগত।সুতরাং এজন্য মেয়ের কোনো গোনাহ হবে না।

(৩)
উনি প্রত্যেক রোযার পরিবর্তে একটি করে ফিদয়া তথা সদকায়ে ফিতির সমপরিমাণ টাকা প্রত্যেক রোযার পরিবর্তে সদকাহ করে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...