ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ছেলের যাকাত আদায় করতে যেয়ে যেই পরিমাণ টাকা বেশী আদায় করা হয়েছে, সেই পরিমাণ টাকা মা বা মেয়ের যাকাত বাবৎ নিয়ে করে নিলে,তাদের পক্ষ্য থেকে যাকাতের আংশিক /পূর্ণ আদায় হবে।
হ্যা, এটাও করা যেতে পারে যে,
যত টাকা বেশী আদায় হয়েছে, সেই পরিমাণ টাকা আগামী বৎসরের জন্য রাখা যেতে পারে।
(২)
যতক্ষণ না মায়ের কোনো মাহরাম পুরুষের ব্যবস্থা হবে,ততক্ষণ মায়ের উপর হজ্ব ফরয হবে না। কেননা নারীদের বেলায় হজ্ব ফরয হওয়ার জন্য শর্ত হল, মাহরাম পুরুষ থাকা।
যেহেতু মায়ের একটি ছেলে রয়েছে, তাই মায়ের উপর হজ্ব ফরয।এখন ছেলের দায়িত্ব হল, সকল প্রকার ব্যস্ততাকে পিছনে ফেলে মাকে হজ্বে নিয়ে যাওয়া।
ছেলের জন্য অসম্ভব হলে, মা দেবর ইত্যাদি গায়রে মাহরামের সাথে হজ্বে না গিয়ে বরং বদলি হজ্ব করিয়ে নিবে।
বাবার প্রতি মেয়ের ঘৃণা যুক্তি সংগত।সুতরাং এজন্য মেয়ের কোনো গোনাহ হবে না।
(৩)
উনি প্রত্যেক রোযার পরিবর্তে একটি করে ফিদয়া তথা সদকায়ে ফিতির সমপরিমাণ টাকা প্রত্যেক রোযার পরিবর্তে সদকাহ করে দিবেন।