বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
উনার যদি নিয়মিত রক্তস্রাব হয়ে থাকে,তাহলে তিনি মা'যুর। আর মা'যুরের বিধান হল, প্রতি ওয়াক্তের জন্য একবার অজু করে নেওয়া। এই অজু দ্বারা উক্ত ওয়াক্তের ভিতর যত সম্ভব নামায পড়া যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
দুই হায়েযের মধ্যবর্তী ১৫ দিন গ্যাপ থাকতেই হয়।এই ১৫ দিনকে ইস্তেহাযা হিসেবে গণ্য করা হবে।এই সময়ে যদি আপনি তাওয়াফ করেন, তাহলে শুধুমাত্র অজু করেই এই ওয়াক্তের ভিতর তাওয়াফ করতে পারবেন।যে ওয়াক্তে আপনি অজু করেছেন।
আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে পিল খেয়ে রক্তস্রাব কে বন্ধ রাখতেও পারেন।
https://www.ifatwa.info/1419 নং ফাতাওয়ায় বলেছি যে,
চার মাযহাব সম্ভলিত ফেকহি কিতাব আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবা'আহ এ বর্ণিত রয়েছে,
لا يجوز للمرأة ان تمنع حيضا او تستعجل إنزاله اذا كان يضر صحتها ،لأن المحافظة على الصحة واجبة ،
পিল খেয়ে হায়েয বন্ধ রাখা বা হায়েযকে তার সময়ের আগে করিয়ে নেয়া বৈধ হবে না যদি সেটা শারিরিক কোনো ক্ষতি করে।কেননা শারিরিক সুস্থতাকে বাঁচিয়ে রাখা ওয়াজিব।(আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবা'আহ-১/১২৪)
বিশিষ্ট ফকিহ খালেদ সাইফুল্লাহ রাহমানি বলেন,
বিজ্ঞ দু'জন মুসলিম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি সেটা শারিরিক কোনো ক্ষতি না করে, তাহলে বিশেষ বিশেষ সময় যেমন হজ্বের সময় পিল খেয়ে হায়েয বন্ধ রাখা বা আগেই হায়েয করিয়ে নেয়ার বৈধতা রয়েছে।
কিতাবুল-ফাতাওয়া-২/১০৭