ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জ্বী, প্রথম যাবে জিজ্ঞেস করবেন, উনি যাই বলবেন, সে কথাকে ফলো করবেন।দ্বিতীয়বার যাচাই বাচাইয়ের জন্য আর কোনো প্রশ্ন করবেন না।
(২)
তালাক হবে না। মেয়ে কখনো তালাক দিতে পারে না।
(৩)
এমনাতেই জানার জন্য?
এটা কেমন কথা, আপনি আরো অনেকবার এই প্রশ্ন করেছেন।
এই কথা দ্বারা কোনো তালাক হবে না।
(৪)
ওয়াসওয়াসা রোগের চিকিৎসা করতে হবে। বেশী পরিমাণ আল্লাহর কাছে ওয়াসওয়াসা রোগ দূর হওয়ার দু'আ করুন। ওয়াসওয়াসা ওয়াসওয়াসাই।সুতরাং এদ্বারা কোনো কিছুই হয়না।তালাক হয়না।
(৫)
ইস্তেখারা দ্বারা এভাবে তালাক হয়েছে কি না? সেটা দেখা সম্ভব নয়।
(৬)
না, তালাক হবে না।
(৭)
তালাক হবে না।