বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতিত ঔষধ ক্রয় করে খাওয়ার বিধান কিছুটা ব্যখ্যা সাপেক্ষ। সর্বজন স্বীকৃত সাধারণ অসুখবিসুখের ঔষধ নিজে নিজে ক্রয় করে খাওয়া যাবে। তবে এন্টািবায়োটিক বা অপরিচিত রোগ কিংবা জটিল কোনো রোগের জন্য নিজে নিজে ঔষধ ক্রয় করে সেবন করা কখনো ঠিক হবে না।যেহেতু সরকারী নিষেধ রয়েছে, তাই এটা নাজায়েয হবে।
https://www.ifatwa.info/623 নং ফাতাওয়ায় বলেছি যে,
উপরুক্ত আয়াত সমূহে বলা হয়েছে যে ব্যক্তি কোরআন-সুন্নাহ বিরোধী ফয়সালা করবে সে অবশ্যই কাফির ও ফাসিক এবং যালিম হবে।লক্ষণীয় দিক হচ্ছে,অত্র আয়াতে এটা বলা হয়নি যে,আল্লাহ তা'আলা যে সমস্ত বিধি-বিধান অবতীর্ণ করেননি সে অনুযায়ী ফায়সালাকারী কাফির, ফাসিক, যালিম হবে।তাই সাধারণত বুঝা যায় এতে এ হেকমত নিহিত রয়েছে যে, যে হুকুম আল্লাহ পাক সরাসরি অবতীর্ণ করেননি বা নবী কারীম সাঃ এর মাধমে বাস্তবায়ন ও করাননি যাতে করে পরবর্তী মানুষদের জন্য আইন প্রনয়নের অবকাশ থাকে।অর্থাৎ যে বিষয় সমূহে আল্লাহ তা'আলা বা তাঁর রাসুল সাঃ কোনো হুকুম করেননি সে বিষয় সমূহে স্থান-কাল-পাত্র বেধে পরামর্শ বিত্তিক যা ইচ্ছা তা পরবর্তীগণ আইন করতে পারবেন,তবে শর্ত হচ্ছে কোরআন-সুন্নাহের মূলনীতি বা লক্ষ্য বিরোধী হতে পারবেনা।(জাওয়াহিরুল ফিকহ ৫/১৪-১৪-১৫;)