আসসালামু আলাইকুম।
এলাকার মানুষ আমার উপরে ক্ষেপা। ফজরের নামাজ শেষ হলে আমি মসজিদে বসে থাকি এটা নিয়ে আপত্তি করে। আমি মিলাদ পড়ি না, নামাজ শেষে সম্মিলিত মুনাজাত দেই না। এতে তারা আমাকে ওহাবী বলে,জঙ্গী বলে। আমাকে পুলিশে ধরিয়ে দেবে বলে। আমি আরবী শিখতে যাই,,,তারা বলে আমি নাকি বাড়াবাড়ি করি। আমার মা কাছে এসে কান্নাকাটি করে যাতে আমি আরবী না শিখি, এখন না শিখলে হয়ত আর শিখাও হবে না। আমরা কয়েকজন আসরের পর কোরআন শিখি তারা এটা নিয়েও কথা তুলতে পারে। ভাই এটা কি অপরাধ? আমার যা ইচ্ছা তাই শিখবো তারা এমন করে কেন? আমার অনেকগুলো ইসলমিক বই আছে। ভয় লাগে পুলিশ বই দেখলেই ধরবে। একটা মুসলিম দেশে ইসলামিক বই পড়া বিপদ হয়ে দাঁড়িয়েছে। আমার সাথে যে ছেলেটা আরবী পড়তে যেত তার বাবা বিদেশ থাকে তাকে হুমকি দিছে ফলে সে এখন আর যাচ্ছে না। আমি কারো সাথে কথা বললেই বলে আমরা নাকি গোপন মিটিং করি। ইসলামিক কিছুই কোথাও আলোচনা করা যায় না,,,মানুষ কান পেতে শুনে। আমার বাড়ির মানুষ আমাকে এসব বলে। তারা আওয়ামী লীগের নেতা। আমাকে পুলিশে ধরিয়ে দেবে জঙ্গী বলে।
আমি কি করবো? আমার মা আমার জন্য সারাদিন চিন্তা করে। কারন পুলিশকে খবর দিলে বিনা কারনে আমাকে ধরবে,, নিয়ে আমাকে আর ছাড়বে না। আমার ভয় হচ্ছে তার পাশাপাশি মা আমার জন্য চিন্তা করে এজন্যও চিন্তা হয়।