আসসালামু আলাইকুম।
আমার আম্মু ইদানিং কিছু স্বপ্ন বারবার দেখছেন। এগুলো বারবার দেখার ব্যাখ্যা কি হতে পারে?
একটা স্বপ্নে দেখেছেন, উনার বোন ও শ্বশুড় মারা গেছেন। তাদেরকে ঘরেই কবর দেওয়া হবে, তখন দেখেন মৃত বোন নড়াচড়া করছে ও কিছু বলার চেষ্টা করছে। কবর দেওয়ার পর, আম্মু নানুর (উনার মা) সাথে এসব নিয়ে কথা বলছেন যে, "মা, আমি ইদানিং দাদিকে (আম্মুর দাদি) স্বপ্নে দেখি, কিন্তু দাদি তো অনেক আগে মারা গিয়েছেন।" অথচ আমার নানুও মারা গিয়েছেন অনেক বছর হলো!
কিছুক্ষণ পরই দেখেন আম্মুর জন্য কবর খোড়া হচ্ছে। নিজের কবর নিয়ে নিজেই কথা বলছে।
ইদানিং এ ধরনের স্বপ্ন তিনি নিয়মিত দেখছেন। নিজের মৃত্যু, কাছের মানুষদের চরম অসুস্থতা, মৃত্যু, হারিয়ে যাওয়া বা মৃত মানুষকে জীবিত দেখা বা জীবিত মানুষকে মৃত দেখা...
এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হতে পারে, এই নিয়ে তিনি চিন্তিত। অনুগ্রহ করে জানাবেন।
এরকম স্বপ্ন দেখে কাউকে বলে ফেললে কি করণীয়?