আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। একজন মহিলা ওয়াসওয়াসার রোগী। সে অনেক কিছু নিয়ে সন্দেহে থাকে। তালা* এর কিছু বিষয় নিয়েও সে সন্দেহে পরে যায় সে এরকম কিছু বলেছিল কিনা।তাকে সাহায্য করুন দয়া করে।
#১।। একদিন একটি ঘটনা ঘটে, সে একটা ভিডিও দেখে, সেখানে ডিভো* শব্দটা বলা হয়। তারপর মহিলা ওয়াসওয়াসায় পরে যায় সে মুখে "'Div*** m*self "" বলে ফেলেছিল কিনা। তার মনে হেয়েছিল তার কানে এমন কোন শব্দ এসেছে বা তার মনে হচ্ছিল সে এরকম কিছু বলে ফেলেছে। সে আউজুবিল্লাহ পড়ে থাকতে পারে এই সময়। সে হয়ত ভুলে গেছে আসলে কি বলেছিল.। তার মনে ওই ইংরেজি শব্দটা আসে,,,, তার সন্দেহ হয় মুখে সে এরকম কিছু বলে ফেলেছে। এরকম সন্দেহ আসলে সে ভয় পায়। তারপর সে মনে করতে চেষ্টা করে সে এরকম কিছু বলেছিল কিনা। অনেক ভেবে সে প্রবল ধারণা পায় এরকম কিছু সে উচ্চারণ করেনি বা তার কানে আসেনি।
তাও তার মনে ভয় থেকে যাচ্ছে যে ইংরেজি শব্দটা তার মনে এসেছিল সেটা কি সে আসলেই বলে ফেলেছিল কিনা। কারন তার সন্দেহ হয় তার কানে এরকম কিছু এসেছিল বলে। সে ভেবে দেখেছে এরকম কিছু তার কানে এসেছিল বলে তার মনে নাই। তাও সে ভয় পাচ্ছে তার এই ভাবনা কি ভুল কিনা। মনে মনে আসা কথাটা আসলেই তার মুখে এসেছিল কিনা।
২। সে এখন কোনটা সত্যি ধরে নিবে? তার কানে যে ইংরেজি শব্দটা এসেছিল বলে সন্দেহ করেছিল সেটা? নাকি সে ভেবে যে প্রবল ধারণা পেয়েছে যে এরকম কিছু সে বলেনি এটা?