ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
না, আপনি গোনাহগার হবেন না।তবে যদি আপনার জানা থাকে যে, আপনার হটস্পট অন করা দ্বারা সে মিউজিক ইত্যাদি দেখবে,গোনাহে জড়াবে, তাহলে সে অবশ্যই গোনাহগার হবে।
(২)
ইতিকাফের বেলায় পুরুষের জন্য মসজিদ মসজিদ হওয়া জরুরী।এবং নারীদের জন্য ঘরের মসজিদ বা ঘরের কোনো এক রুমকে নির্ধারণ করা জরুরী। নারীদের জন্য ইতিকাফের বেলায় ঘরের মসজিদ শর্ত নয়।বরং ঘরের যে কোনো রুমকে ইতিকাফের জন্য নির্ধারণ করা যাবে। নারীরা ইতিকাফে বসার পর অন্য রুমে যেতে পারবে না।বরং এই রুমেই নারীদেরকে নামায পড়তে হবে।
(৩)
সরকারী নিয়মে ১৬ বৎসর বয়সে একজন মেয়ে সাবালিকা হিসেবে গণ্য হবে। তবে শরীয়তের দৃষ্টিতে ৯-১২ মধ্যেই একজন নারী সাবালিক হিসেবে হয়ে যায়।
এই বয়সে শরীয়তের দৃষ্টিতে বিয়ে বৈধ। তবে র্রাষ্টীয় আইনে ১৬/১৮ বৎসরের পূর্বে বিয়ে করা যাবে না। দারুল আমানে বসবাসরত তথা বাংলাদেশে বসবাসরত সকল মুসলিমের জন্য সরকারী আইন মেনে চলা জরুরী।
(৪)
নামায হয়ে যাবে।তবে শুধুমাত্র ফজরের নামায হবে না।বরং ঐ নামাযকে পরবর্তীতে কাযা করতে হবে।
(৫)
বাবার অনুমতি থাকলে সমস্যা নাই।নতুবা পারবে না।