জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
পাঁচ ওয়াক্ত নামাযের আগে-পরে বার রাকাত সুন্নাত। হাদিস শরিফে এসেছে, আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ ثَابَرَ عَلَى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ
যে ব্যক্তি দিবা-রাত্র বার রাকাত (সুন্নাতে মুআক্কাদা) আদায়ে অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন। চার রাকাত জোহরের ফরয নামাযের পূর্বে এবং দু’রাকাত জোহরের ফরয নামাজের পরে, দু’রাকাত মাগরিবের ফরয নামাজের পরে, দু’রাকআত ইশার ফরয নামাজের পরে এবং দু’রাকআত ফজরের ফরয নামাজের পূর্বে। (সুনানে নাসায়ী ১৭৯৫)
সুন্নতে মুয়াক্কাদা না পরলে কি গোনাহ ? এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
400
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
বিনা ওযরে সুন্নাতে মুয়াক্কাদা নামাজ ছেড়ে দেওয়া মারাত্মক গুনাহ।
ওযর বশত কখনো কখনো সুন্নাতে মুয়াক্কাদা নামাজ ছেড়ে দেয়া যায়,তবে ছেড়ে দেওয়ার অভ্যাস গড়ে তোলা যাবেনা।
তাহলে গুনাহ হবে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
আখেরাতে মহান আল্লাহর শাস্তির ভয়ে সুন্নাত ও বিতর নামাজ আদায় করবেন।
আপনি মসজিদে গিয়ে এসব নামাজ আদায় করবেন,তাহলে সুন্নাত ও বিতর নামাজ অন্যান্য মুছল্লিদের ন্যায় তাদের সাথে হয়ে আদায় করতে সুবিধা হবে,মনোযোগ ধরে রাখতে পারবেন।
(০২)
হ্যাঁ সেই সময়েও জোহরের সুন্নাত নামাজ পড়া আপনার উপর আবশ্যক।