সংসার না করার ইচ্ছাতেই মনে হয় আমি বলতেছিলাম যা বলার পাঁচ জনকে বলব বা বরদের বা পাঁচ জনের সাথে কথা হবে।সংসার করব না আমার স্বামীকে সরাসরি বলি নাই।আমার স্বামী উত্তরে বলেছে তোর পাঁচ জনকে আসতে বল।২।আমার স্বামী এর বোনকে বলতেছে আমার আম্মাকে ফোন দিতে আমাকে এসে নিয়ে যাইতে ৩।আমি বলছি তুমি এরকম ব্যবহার করলে মেয়েকে নিয়ে বারি চলে যাব।আনার স্বামী বলতেছে তুই যাইলে যা।মেয়ে যাবে না ৪।আবার আমাকে বলতেছে তোকে ভিক্ষা করিয়ে খাওয়াব। ৫।আপনাদের একটা উত্তরে দেখলাম ‘গার্জিয়ানকে ডাকো,তোমার সাথে সংসার করব না,’এটা কি অর্থে বলা হলে তালাক হবে।আপনারা বলছেন তালাকের নিয়তে বললে হয়ে যাবে।এখানে এ কথাটি দ্বারা কি বুঝানো হয়েছে? তালাকের প্রদানের ইচ্ছাটা কি এরকম যে এখনই তালাক দিলাম আর যদি মনে তালাক কথাটি না থাকে আলাদা হওয়ার চিন্তা থাকে ,তাহলে কি তালাক হবে?৬।স্বামী যদি বলে তোমার সাথে সংসার করব না,ডিভোর্স লেটার পাঠিয়ে দিব।তাহলে তালাক হবে? ৭।স্বামী তোর সাথে যদি বলে সংসার করব না।স্ত্রী যদি বলে সংসার না করলে কাবিনের টাকা দিয়ে দাও। স্বামী যদি বলে দিয়ে দিব,তাহলে তালাক হবে।(স্ত্রী মনে মনে এটা ভেবে বলছে যে,ডিভোর্স দিলে তো মেয়েরা কাবিনের টাকা পায়)।যদিও তারা কেনায়া বলে যে কিছু আছে তাও জানে না।